নিজস্ব স্টাইল, জনসংযোগের মাঝেও “চায়ে পে মমতা”

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলতি বছরেই পূর্ব ভারতের একটি রাজ্যে বিজেপিকে পরাজিত করেছেন। পরবর্তী লক্ষ্য, পশ্চিমের কোঙ্কনী ভাষার রাজ্য গোয়া। তাই আরব সাগরের পাড়ে উপস্থিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারের ভঙ্গি একই রেখেছেন।

শুক্রবার বেতিমের বিরাট মাছের বাজারে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী। কথা বললেন মাছ ব্যবসায়ীদের সঙ্গে। আশ্বাস দিলেন, ক্ষমতায় এলে তাঁদের সমস্যার সমাধান করবেন। এর পরেই একটি চায়ের দোকানে ঢুকে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। চা কাপে ঢেলে বিলিয়ে দিলেন সবার মধ্যে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবি বাংলার মানুষ দেখেছে। যে কোনও গ্রামের ভিতর প্রচারে গিয়ে চা বানাতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেই গোয়ার মানুষ এই প্রথমবার দেখে বেশ উৎসাহিত৷ গোয়ার মাটিতে বোল উঠল “খেলা হবে”। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব স্টাইল।

২০২২ এর গোয়া নির্বাচনে প্রথমবার লড়বে তৃণমূল। তার আগে নিজেই মাঠে নেমছেন তৃণমূল সুপ্রিমো। দলের কোনও হাইকম্যান্ড নেই। মমতার এই বার্তাই সাহস জোগাচ্ছে গোয়ার তৃণমূল কর্মীদের।

সম্পর্কিত পোস্ট