দুর্গাপুজো নিয়ে স্থানীয় শিল্পপতিদের ব্যবসার প্রচার ও বিনিয়োগের নয়া প্রস্তাব মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলতি বছরের দূর্গা পুজো নিয়ে বড় পরিকল্পনার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। রাজ্যের দুর্গাপুজোর ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্তিকে সামনে রেখে একমাস ব্যাপী উৎসব উদযাপনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার এই দুর্গাপুজোকে মঞ্চ হিসাবে করে স্থানীয় শিল্পপতিদের নিজেদের ব্যবসার প্রচার ও বিনিয়োগ আকর্ষণের জন্য প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার আলিপুরের সৌজন্যে শিল্প মহলের সঙ্গে বৈঠকে দুর্গাপূজো কে নিয়ে রাজ্যে বিনিয়োগ আকর্ষণের এই পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপুজোয় এবার ২০-২৫ টা দেশের লোক আসবে। তাদের সামনে রাজ্যের সম্ভাবনার দিকগুলি তুলে ধরতে হবে। রাজ্যের শিল্প সম্ভাবনার দিক গুলিকে নিয়ে একটি ছায়াছবি তৈরি করার ভাবনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষকে ওই তথ্যচিত্র নির্মাণের দায়িত্ব দিয়েছেন তিনি।

গ্রেফতারির ৬ দিনের মাথায় মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়

পাশাপাশি টেলিভিশনেও রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সমান্তরাল প্রচার চলবে।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন এবার পুজো শুরু হওয়ার ঠিক এক মাস আগে অর্থাৎ ১ সেপ্টেম্বর দুপুর ১টায় শ্যামবাজার থেকে শোভাযাত্রা হবে। দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় ইউনেসকো-কে ধন্যবাদ জানিয়ে পথে নামবে আমাদের শহর কলকাতা। গোটা রাজ্যের মানুষ এতে যুক্ত হবে। কেউ উলুধ্বনি দেবে, কেউ দোয়া করে শোভাযাত্রাকে সমর্থন জানাবেন। রেড রোডে হবে পুজো কার্নিভালও।

তিনি বলেন,”এই পুজোর এক মাস আগে আমরা একটা মিছিল করব। UNESCO আমাদের স্বীকৃতি দিয়েছে। তাদের কীভাবে গ্লোরিফাই করা যায়, সেটা দেখছি। লক্ষ্মী ভাণ্ডারের মেয়েরা শঙ্খধ্বনি দেবে। শহরে মিছিল হবে। মা-বোনেরা উলু দেবেন। সংখ্যালঘুরাও শামিল হবে। শঙ্খ উলুধ্বনি কাকে বলে বাংলা দেখবে।”

সম্পর্কিত পোস্ট