Mamata Banerjee on Medicine : ওষুধের গুণমান পরীক্ষার জন্য Drug Laboratory

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জাল ওষুধের ব্যবসা রুখতে রাজ্য সরকার ওষুধের গুণমান পরীক্ষার জন্য একটি পরীক্ষাগার তৈরীর সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ বাজারদর নিয়ন্ত্রণ সংক্রান্ত বৈঠকে মুখ্যমন্ত্রী বাজারে জাল ওষুধের ( Mamata Banerjee on Medicine ) রমরমা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই পরীক্ষাগার তৈরীর কথা ঘোষণা করেন।

Mamata Banerjee on price hike : বাড়বে সুফল বাংলা স্টল, চড়া দামের কড়া দাওয়াই মমতার

তিনি জানিয়েছেন চলতি অর্থ বছরের রাজ্য বাজেটেও এই খাতে টাকা বরাদ্দ রয়েছে। যে ওষুধ বাজারে বিক্রি হচ্ছে তা আদৌ আসল না নকল তার নমুনা সংগ্রহ করে সেখানে পরীক্ষা করে দেখা হবে। উল্লেখ্য সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিবেশী দেশ থেকে আসা জাল ওষুধ ( Mamata Banerjee on Medicine ) বিক্রির অভিযোগ উঠেছে।

Mamata Banerjee on Medicine

Mamata Banerjee on Medicine

সাম্প্রতিক একটি প্রতিবেদন থেকে জানা গেছে গত বছর নকল ওষুধ ও চিকিৎসা পণ্যের প্রচলন প্রায় ৪৭ শতাংশ বেড়েছে। প্রতিবেদনে (আরও বলা হয়েছে যে নকল ওষুধের যে ঘটনাগুলি সামনে এসেছে তার বেশিরভাগই কোভিড -১৯ সম্পর্কিত। এর মধ্যে রয়েছে ভ্যাকসিন, ওষুধ, কোভিড টেস্ট কিট,  অ্যান্টিবায়োটিক, ফেস মাস্ক এবং স্যানিটাইজার ইত্যাদি।

এখানেই শেষ নয়, দু’দিন আগে হঠাৎই জানা যায় কাঁথি মহকুমা হাসপাতালে ( Kanthi Hospital ) রুপোলী রাংতায় মোড়া ডক্সিসাইক্লিন নামে বাংলাদেশে প্রস্তুত ওষুধ রোগীদের দেওয়া হচ্ছে।  রাজ্য স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে সম্পূর্ণ মানবিক কারণে বাংলাদেশ বিদেশমন্ত্রক (Bangladesh Foreign Ministry) ভারতকে বেশ কিছু ওষুধ দান করে।

সেই ওষুধ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আবার রাজ্যের হাতে তুলে দেয়। ওষুধগুলো সম্পূর্ণ বৈধ এবং তা ব্যবহারের সময়সীমা অতিক্রান্ত হয়নি। তাই নিয়ম মেনেই কাঁথি মহকুমা হাসপাতালের চিকিৎসকরা রোগীদের ওই ওষুধ দিয়েছেন, এতে কোন ভুল নেই। এই ঘটনার পরপরই মমতা বন্দ্য়োপাধ্যায়ের পদক্ষেপ তাতপর্য পূর্ণ।

সম্পর্কিত পোস্ট