Mamata Banerjee Reaction Abhishek Banerjee : অভিষেক ও তিনি এক, বিভেদ ঘটানোর চেষ্টা করে লাভ হবে না বোঝালেন মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন ছিল। সেখানে যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায় দলের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। এরমধ্যে অভিনব কোন‌ও বিষয় নেই।

কিন্তু তৃণমূলনেত্রী মঞ্চ থেকে কী বার্তা দিলেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর কল্যাণ-কল্যাণমূলক যাবতীয় আকচাআকচিকে উপেক্ষা করে ফের তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee Reaction Abhishek Banerjee ) উপর নিজের আস্থার কথা সর্বসমক্ষে বুঝিয়ে দিলেন।

তাই দলের বাকি পদাধিকারীদের নাম ঘোষণা করা না হলেও সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে যে অভিষেকই থাকছেন সেটাও সম্মেলনের মঞ্চেই ঘোষণা করেছেন মমতা।

Mamata Banerjee Reaction Abhishek Banerjee

সম্প্রতি তৃণমূলের এক সাংসদের বিশৃঙ্খল মন্তব্যের পর অভিষেককে ( Mamata Banerjee Reaction Abhishek Banerjee ) নিয়ে বেশকিছু জল্পনা শুরু হয়েছিল। যদিও গোয়ায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছিলেন তিনি সকলের মতোই মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী মানেন। তাঁকেই আদর্শ করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একাংশ মনে করেছিল তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে অভিষেকের ডানা ছাঁটতে পারেন মমতা ( Mamata Banerjee Reaction Abhishek Banerjee ) !

কিন্তু কার্যত দেখা গেল দলের সাংগঠনিক রাস পুরোপুরিভাবে অভিষেকের ( Mamata Banerjee Reaction Abhishek Banerjee ) হাতেই তুলে দিলেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিমদের বললেন অভিষেককে সহযোগীতা করতে। অর্থাৎ দলের অভিজ্ঞ নেতাদের মূল্য আছে, কিন্তু তাঁরা কেউ অভিষেকের আগে নয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা অত্যন্ত সঙ্গত। কারণ নির্বাচনী রাজনীতিতে যিনি সাফল্য এনে দিতে পারবেন তাঁরই কদর সবচেয়ে বেশি হবে। আর সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০০ তে ১০০ পাবেন।

৩ দিন ব্যাপী জয় জোহার মেলা শুরু, করোনার থাবা কাটিয়ে ব্যবসায়ে লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা

কারণ ২০২১ এর কঠিন নির্বাচনী বৈতরণী মূলত তাঁর সুকৌশলেই অত্যন্ত সাফল্যের সঙ্গে পেরিয়ে গিয়েছে তৃণমূল। এমনকি তাঁর হাত ধরেই গোয়া-ত্রিপুরা-মেঘালয়ের মতো রাজ্যে সরকার স্থাপনের স্বপ্ন দেখছেন সাধারণ তৃণমূল কর্মীরা। স্বাভাবিকভাবেই তাঁর উপর আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার অবশ্য এক ঢিলে দুই পাখি মেরেছেন তৃণমূলনেত্রী। একদিকে যেমন অভিষেককে নিয়ে তাঁর মনোভাব স্পষ্ট করেছেন, তেমনই এটাও বুঝিয়েছেন যে তিনি এবং অভিষেক আসলে এক। তাঁরা একই লক্ষ্যে চলছেন। তাঁদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে কোন‌ও লাভ হবে না।

সম্পর্কিত পোস্ট