Mamata Banerjee : পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বিশেষ পুরস্কার পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রশাসনিক কৃতিত্ব নয় এবার ‘নিরলস সাহিত্য সাধনার’ জন্য পুরস্কৃত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee )।পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বিশেষ পুরস্কার পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর লেখা‘কবিতা বিতান’ বইয়ের জন্য তাঁকে এই পুরস্কার দিল বাংলা অ্যাকাডেমি।

সোমবার কলকাতার ক্যাথিড্রাল রোডে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করেছিল তথ্য ও সংস্কৃতি দফতর। যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )।

‘অশনি’ সঙ্কেতে সুন্দরবন ঘিরে ব্যস্ততা বুঝিয়ে দিচ্ছে ঘূর্ণিঝড় আসে যায় বদলায় না কিছুই

Mamata Banerjee

সেই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে শিক্ষা মন্ত্রী তথা বাংলা আকাদেমির চেয়ারম্যান ব্রাত্য বসু জানিয়েছেন, সমাজের অন্যান্য ক্ষেত্রে কাজের পাশাপাশি যাঁরা নিরলস সাহিত্য সাধনা তথা সারস্বত সাধনা করে চলেছেন, তাঁদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা আকাদেমি। প্রারম্ভিক বর্ষে বাংলার সমস্ত শ্রেষ্ঠ সাহিত্যিকের মতামত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাঁর কবিতা বিতান কাব্য গ্রন্থকে মাথায় রেখে সার্বিক ভাবে তাঁর সাহিত্য কীর্তির জন্য এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি।

এদিনের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন ঠিকই। কিন্তু তিনি নিজে হাতে পুরস্কার গ্রহণ করেননি। তথ্য ও সংস্কৃতি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতি মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, মুখ্যমন্ত্রীর তরফে এই পুরস্কার গ্রহণ করবেন বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান ব্রাত্য বসু। এ কথা বলে ইন্দ্রনীল সেন পুরস্কার ব্রাত্য বসুর হাতে তুলে দেন।

সম্পর্কিত পোস্ট