মেলেনি অনুমতি, কমিশনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ধর্নায় মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার রাত আটটা থেকে মঙ্গলবার রাত আটটা অবধি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে তৃণমূলের তরফে ধর্নার জন্য সেনাকে চিঠি দেওয়া হয় । কিন্তু অনুমতি না মেলার পরেও ধর্না শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বেলা ১২ টা নাগাদ ধর্না শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত কর্মসুচীর আধঘন্টা আগেই গান্ধী মুর্তির পাদদেশে একটি অস্থায়ী ছাউনিতে শুরু হয়েছে ধর্না। তবে এদিন ধর্না মঞ্চে তৃণমূল সুপ্রিমোর আশেপাশে অন্য কোনও তৃণমূল নেতাদের কাছে দেখা যায়নি। মুখে কালো কাপড় জড়িয়ে ধর্না শুরু করেছেন মুখ্যমন্ত্রী ।

এদিন দলীয় কোনও পতাকা ছাড়াই ধর্না শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাত ৮ টা অবধি চলবে ধর্না। এরপর এখান থেকে বিধাননগর এবং বারাসাতের সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাত দশটা অবধি চলবে প্রচারের কর্মসূচী।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্টে সন্তুষ্ট নয় কমিশন। এরপরেই কমিশনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে অসংবিধানিক এবং অগণতান্ত্রিক বলে দাবী করেই ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট