শিবরাত্রির দিন নন্দীগ্রামের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেবেন মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জল্পনার অবসান। ১১ ই মার্চ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ ই জানুয়ারি ২০২১,নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, একুশে কৃষক আন্দোলনের ভিত্তিভূমি ‘নন্দীগ্রাম’ থেকে তিনি ভোটে লড়বেন।
তিনি জানান, নন্দীগ্রাম তাঁর কাছে ‘লাকি’। তাই এবার সেখান থেকে ভোটে দাঁড়াচ্ছেন তিনি।শুক্রবার থেকে দ্বিতীয় দফার ৩০ আসনের মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হবে। ওই ৩০ আসনের মধ্যে রয়েছে নন্দীগ্রাম। সেই আসনে প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই কথা মাথায় রেখে আগামী ১১মার্চ অর্থাৎ শিবরাত্রির দিন মনোনয়ন জমা দেবেন তিনি। ওইদিন মনোনয়ন জমা দেওয়ার পাশাপাশি কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতেও যোগ দেবেন তিনি।
তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে আগামী ১০ মার্চ বুধবার রাতেই কলকাতা থেকে হলদিয়ায় পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে হলদিয়ায় দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ভোটের রণকৌশল বাঁতলে দেবেন। পরেরদিন অর্থাৎ বৃহস্পতিবার হলদিয়া মহকুমা শাসকের কাছে মনোনয়ন জমা দেবেন।
সৌগত জেঠুর হাত ধরে কীর্তন শিল্পী অদিতি যোগ দিলেন তৃণমূলে
এদিকে শুক্রবার প্রথম দফায় প্রার্থীদের নাম ঘোষণার পর শনি ও রবিবার মমতা যাবেন উত্তরবঙ্গ সফরে। সেখানে রোড শো করার কথা তাঁর। রবিবার অর্থাৎ ৭ তারিখ ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাৎপর্যপূর্ণ ভাবে ওইদিন উত্তরবঙ্গে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ তারিখ শিলিগুড়ির যাওয়ার কর্মসূচি ঠিক হয়েছে।
পরেরদিন অর্থাৎ ৭ তারিখ সেখানে রোড শো করার কথা তাঁর। এতে ভোটের আগে উত্তরবঙ্গে দলের সংগঠন আরও চাঙ্গা হবে বলেই মনে করা হচ্ছে। ৭ তারিখে মিছিলের পর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। । তৃণমূল সূত্রে খবর, পর দিন অর্থাৎ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষেও কলকাতায়ও একটি মিছিল করা হবে।