“আ রাহা হুঁ” প্রচার শুরু অখিলেশের, সপার সমর্থনে প্রচার করবেন মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশের নির্বাচনের (Uttarpradesh Election) ঘন্টা বেজে গিয়েছে। প্রচার শুরুতে একাধিক প্রতিশ্রুতি রেখেছে কংগ্রেস-বিজেপি(Congress-BJP)। এবার নির্বাচনী ময়দানে নেমে পড়লেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)৷ নির্বাচনী ট্যাগ লাইন “আ রাহা হুঁ”।
নভেম্বরের শেষ দিকে যখন ঠান্ডার প্রকোপ বাড়তে শুরু করেছে, তখন ক্রমাগত বেড়েই দেশের এই বিরাট প্রদেশের রাজনৈতিক উত্তাপ৷ একদিকে প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi Vadra)কে সামনে রেখে নির্বাচনী প্রচারে জোর দিয়েছেন কংগ্রেস নেতারা।
অন্যদিকে, উত্তরপ্রদেশের প্রচারে হাওয়া দিতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে যোগী আদিত্যনাথরা (Yogi Adityanath)। এরই মাঝে প্রচারের ‘শুরুওয়াত’ করলেন অখিলেশ যাদব।
শোনা যাচ্ছে, অখিলেশের সমর্থনে প্রচারে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কারণ, বাংলায় নির্বাচনের সময় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতাকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন অখিলেশ৷ এমনকি অখিলেশ যাদবই প্রথম যিনি বলেছিলেন মমতাকে সামনে রেখে বিজেপি বিরোধী জোটের সুচনা করা হোক।
শুধুমাত্র তাই-ই নয়, ভবানীপুর উপনির্বাচনের ফল ঘোষণার দিন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত, তখন আগে থেকেই শুভেচ্ছা জানিয়েছিলেন অখিলেশ। তাই উত্তরপ্রদেশের নির্বাচনে সপার হয়ে প্রচার করবেন মমতা। এমনটাই তৃণমূল সূত্রে খবর।
জেনে-বুঝেই গোয়া দখলে ঝাঁপিয়েছেন মমতা, ‘পিপলস্ চার্জশিট’ কর্মসূচির মাধ্যমে শুরু প্রচার
অখিলেশের হয়ে মমতার প্রচার আগামী দিনে জোটের পক্ষে বিশেষ বার্তা দেবে। বর্তমানে কংগ্রেসের সঙ্গে “ছত্তিস কা আখড়া” রয়েছে অখিলেশের। তাই মমতার এই সিদ্ধান্তে আবার প্রিয়াঙ্কারা গোঁসা করে বসবেন না তো?
যদিও এবিষয়ে মাথা ঘামাচ্ছেন না অখিলেশ। উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে লড়াই সমাজবাদী পার্টির তা একপ্রকার স্থির করে ফেলেছেন তিনি। গত কয়েকমাসে একাধিক বিধায়ক সহ হেভিওয়েট নেতাদের সাইকেলে চড়ার পরেই অনেকটা পরিষ্কার হয়ে গেছে। কারণ, মহিলাদের সুরক্ষার বিষয়ে প্রিয়াঙ্কা একাধিক ঘোষণা করলেও সাংগঠনিক দিক থেকে অনেকটা দুর্বল কংগ্রেস। এর প্রভাব সরাসরি পড়বে নির্বাচনে।