পুজোর ছুটির পরই উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, খবর কালীঘাট সূত্রে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ সেপ্টেম্বর উত্তরবঙ্গ যাওয়ার কথা ছিল। নির্বাচনে জিতে আসার পর এটাই ছিল তাঁর প্রথম উত্তরবঙ্গ সফর।
মনে করা হচ্ছিল বেশ কিছু প্রকল্প উত্তরবঙ্গ থেকে ঘোষণা করতে পারেন তিনি । একই সঙ্গে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছে বিজেপি সেই বিষয়েও তিনি পারেন উত্তরবঙ্গের বিধায়ক এবং নেতৃত্বদের সঙ্গে।
শনিবার ভোর বেলায় হঠাৎ এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র উপ নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। তারপরই তড়িঘড়ি সফর বাতিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্য সরকারের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর বাতিল নিয়ে কোনো কারণ জানানো হয়নি।
তবে সূত্র মারফত খবর দুর্গা পূজার ছুটির পর এই একেবারে উত্তরবঙ্গ সফরে রওনা দিতে পারেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, যে পাঁচটি কেন্দ্রীয় উপ নির্বাচন হওয়ার কথা ছিল তার মধ্যে শুধুমাত্র ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। মনে করা হচ্ছে বাকি কেন্দ্রগুলির উপ নির্বাচন করা হবে পুজোর পরেই।
সেক্ষেত্রে পুজোর ছুটির পরই দিনহাটার উপনির্বাচনের দিন ঘোষণা করতে পারে কমিশন। তখনই একেবারে ভোট প্রচার সহ একাধিক কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গে যেতে পারেন মুখ্যমন্ত্রী।