বিজেপির নিষ্ঠুরতায় বিভ্রান্ত হননি, সেই সকল কৃষককে আমার আন্তরিক অভিনন্দনঃ মমতা বন্দ্যোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়বডেস্কঃ কৃষি আইন প্রত্যাহারে কৃষকদের ‘আন্তরিক শুভেচ্ছা’ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন এক টুইট বার্তায় মমতা লেখেন, ‘যাঁরা নিরলসভাবে লড়াই করেছেন এবং বিজেপির নিষ্ঠুরতায় বিভ্রান্ত হননি, সেই সকল কৃষককে আমার আন্তরিক অভিনন্দন। এটি আপনাদের বিজয়! এই লড়াইয়ে যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমার গভীর সমবেদনা।’
কৃষি আইন নিয়ে কৃষকদের অসন্তোষকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস জাতীয় স্তরে নিজেদের বিজেপি বিরোধী ভাবমূর্তি তুলে ধরতে বদ্ধপরিকর হয়েছিল এক সময়। এর আগে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দীর্ঘ প্রায় একবছর ধরে দিল্লি সীমানায় বিক্ষোভ প্রদর্শন করেছে কৃষকরা।
মমতার নির্দেশে সেখানে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করেছেন তৃণমূল সাংসদরা। তৃণমূল সাংসদরা যখন কৃষকদের সঙ্গে দেখা করতে যান, তখন মুখ্যমন্ত্রী ফোনে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দিয়েছিলেন।
‘অহংকারের হার, ঔদ্ধত্য থেকে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছে’ : ডেরেক ও ব্রায়েন
এরাজ্যের বিধানসভা নির্বাচনী প্রচারেও মমতার মুখে বারংবার উঠে এসেছে কৃষক আন্দোলন প্রসঙ্গ। রাকেশ টিকাইতের মতো কৃষক নেতার সঙ্গে নবান্নে বৈঠকও করেছিলেন মুখ্যমন্ত্রী। এই আবহে মোদী বিরোধিতার লড়াইয়ে এই তিন আইন প্রত্যাহারের বিষয়টিকে নিজেদের ‘জয়’ হিসেবে দেখাতে মরিয়া থাকবে তৃণমূল।
জাতীয় স্তরে কংগ্রেসও বিজেপির বিরুদ্ধে এই ‘জয়’কে হাতিয়ার করতে চাইবে নিঃসন্দেহে। তবে আপাতত সেই বিতর্কে না গিয়ে সবাই এই বিষয়টিকে ‘কৃষক’দের জয় হিসেবে দেখছেন।