Mamata Banerjee UP Visit : উত্তরপ্রদেশ সফর থেকে মমতার লাভ হল অনেকটাই, অখিলেশ একই তিমিরে থেকে গেলেন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গেলেন, দেখলেন এবং নিজের কাজ গুছিয়ে চলে এলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশ সফরকে এইভাবে ব্যাখ্যা করা যায়। অখিলেশ যাদবের সমর্থনে উত্তরপ্রদেশের বারাণসীতে ভোট প্রচারে গিয়েছিলেন তৃণমূল নেত্রী ( Mamata Banerjee UP Visit )।
সেখানে তিনি বিজেপির বিরুদ্ধে যথেষ্ট ঝাঁঝাল বক্তব্য রেখেছেন। তাঁর কথা শুনে উদ্বেল হয়ে উঠেছে আমজনতা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপস্থিতি উত্তরপ্রদেশের ভোট ময়দানে খুব বেশি প্রভাব ফেলবে বলে মনে হয় না।
উত্তরপ্রদেশে ( Mamata Banerjee UP Visit ) মাস কয়েক আগে তৃণমূল নিজেদের পূর্ণাঙ্গ রাজ্য ইউনিট তৈরি করে। কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠির নাতি রাজেশপতি ত্রিপাঠি সে রাজ্যে তৃণমূলের রাজ্য সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন।
তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের নির্বাচনে এবার একটিও আসনে প্রার্থী দেননি। তৃণমূল নেত্রী মূলত অখিলেশ যাদবকে সমর্থন করবেন বলেই সে রাজ্যে গিয়েছিলেন। কিন্তু উত্তরপ্রদেশের ভোট সমীকরণ বাংলার থেকে সম্পূর্ণ আলাদা। দুটি রাজ্যের মধ্যে ভৌগোলিক দূরত্বও যথেষ্ট।
Bengal Business Summit : জেলার শিল্প ও বণিক মহলের সঙ্গে বৈঠকে রাজ্য
Mamata Banerjee UP Visit
এই অবস্থায় উত্তরপ্রদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধী ঝাঁজালো বক্তব্য তাঁর নিজের ব্যক্তিগত ভাবমূর্তিকে জাতীয় স্তরে আরও উচ্চতায় নিয়ে যেতে পারে। তবে উত্তরপ্রদেশের ভোট সমীকরণে এর সরাসরি প্রভাব পড়বে না।
যদিও এই ফাঁকে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢেলে নিজের ভাবমূর্তি কিছুটা হলেও ব্যালেন্স করতে পারলেন তৃণমূল নেত্রী। কারণ বাংলায় বিজেপি বারবার অভিযোগ তোলে, তিনি সংখ্যালঘু তোষণ করেন। এক্ষেত্রে মুসলমান সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতির ছবি দেখিয়ে হিন্দু ভোটকে এক জায়গায় আনার চেষ্টা করে গেরুয়া শিবির।
কিন্তু এবার থেকে পাল্টা কপালে চন্দন লাগানো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে বিজেপির ছক ভণ্ডুল করে দিতে পারবে তৃণমূল। সব মিলিয়ে বলা যায় উত্তরপ্রদেশ সফর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ হল অনেকটাই। তবে সখ্যতা ছাড়া অখিলেশ যাদবের প্রাপ্তির ভাঁড়ার যা ছিল তাই থেকে গেল।