মুখ্যমন্ত্রীর সফরের আগে দুশ্চিন্তায় পূর্ব তৃণমূল নেতারা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জেলা সফর করছেন। এবার তিনি দুই বর্ধমান জেলা সফরে যাচ্ছেন। অবশ্য আসানসোলে তাঁর দলীয় সভার সঙ্গে প্রতিশ্রুতি রক্ষার বিষয়টিও জড়িয়ে আছে।

কারণ উপনির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আসানসোল জিতলে সেখানে গিয়ে মানুষকে ধন্যবাদ জানাবেন। তার পাশাপাশি রাজ্যের শষ্যগোলা বলে পরিচিত পূর্ব বর্ধমানেও তিনি প্রশাসনিক বৈঠক ও সভা করবেন। আর মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে কার্যত কাঁপুনি ধরে গিয়েছে জেলার নিচু তলার তৃণমূল নেতাদের মধ্যে।

এবারেও হয়তো স্বপ্নপূরণ হবে না, তবে ত্রিপুরায় ভোট বাড়তে পারে তৃণমূলের

বালি পাচার, মাটি পাচারের অভিযোগে দীর্ঘদিন ধরে অভিযুক্ত পূর্ব বর্ধমানের স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাঁদের সতর্ক করে দিয়েছেন। এমনকি প্রশাসনকে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। তাতে প্রশাসন কিছুটা সক্রিয় হয়ে ধরপাকড় করলেও সমস্যা পুরোপুরি মেটেনি। এই অবস্থায় নিচু তলার জঞ্জাল সাফ করার যে ভঙ্গিতে আছেন মুখ্যমন্ত্রী তাতে আর বিন্দুমাত্র অনিয়ম তিনি বরদাস্ত করবেন না বলেই ধারণা জেলা তৃণমূল নেতৃত্বের।

ঘটনা হল বেআইনি বালি খাদান চালানো বা মাটি পাচারে বারবার উঠে এসেছে পূর্ব বর্ধমানের জামালপুর, মন্তেশ্বর, রায়না, কালনা, কেতুগ্রাম, গণ্ডঘোষের নাম। এইসব এলাকার পঞ্চায়েতস্তরের তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে আবাস যোজনা, একশ দিনের কাজের টাকা নয়ছয় করারও অভিযোগ উঠেছে।

পঞ্চায়েত নির্বাচনের আগে এই জেলার গোষ্ঠীদ্বন্দ্ব‌ও চিন্তায় রেখেছে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। সব মিলিয়ে এবারের জেলা সফরে মুখ্যমন্ত্রী আর‌ও কঠোর মনোভাব নিয়ে দুর্নীতিগ্রস্তদের দল থেকে ছেঁটে ফেলতে পারেন বলে একাংশের অনুমান। ফলে মুখ্যমন্ত্রীর সমাবেশে স্থানীয় তৃণমূল নেতারা যে দুরু দুরু বুকে হাজির হবেন তা আর বলার অপেক্ষা রাখে না।

সম্পর্কিত পোস্ট