বুধবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারিত হয়েছে। তৃতীয়বার মুখ্যমন্ত্রী শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারেই শপথ নেবেন বিজয়ী বিধায়করা। রাজ্যের নতুন মন্ত্রীসভার শপথ হতে পারে ৯ মে।

তৃণমূলের পরিষদীয় নেত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ী প্রার্থীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। শপথ পাঠ করাবেন বিমান বন্দ্যোপাধ্যায়।

রবিবার জয়ের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর প্রধান লক্ষ্য করোনার মোকাবিলা করা। তাই তিনি দ্রুত মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চাইছেন। এর জন্য সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তিনি। সেখানে ইস্তফা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নতুন মন্ত্রীসভা নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করবেন তিনি। একইসঙ্গে কোভিড নিয়েও কথা হবে রাজ্যপালের সঙ্গে।

বুধবার একা রাজভবনে গিয়ে শপথ নেবেন তিনি। এরপর একে একে সমস্ত জয়ী প্রার্থীরা কোভিড বিধি মেনে বিধায়ক পদে শপথ নেবেন বলে জানা গিয়েছে। এরপর মন্ত্রীসভা গঠন করা হতে পারে। তবে যেহেতু অনেক নতুন মুখ বিধানসভায় দেখা যাবে তাই এবার মন্ত্রীসভা গঠনে অনেকটা সময় লেগে যাবে।

 

সম্পর্কিত পোস্ট