অমিত শাহকে পাল্টা চ্যালেঞ্জ, বোলপুরে রোড শো করবেন মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দু’দিনের বাংলা সফরে এসে বোলপুরে অনুব্রত মণ্ডলের গড়ে মেগা র্যালি করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপিকে এবার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ২৯ তারিখ একই পথে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের ডাকবাংলো থেকে চৌরাস্তা
়ৃটড–=-প০অলঅবধি পদযাত্রা করবেন তিনি।
আগামী ২৮ ডিসেম্বর দু’দিনের বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ তারিখ প্রশাসনিক সভার পর ২৯ তারিখ র্যালি করবেন তিনি। মুখ্যমন্ত্রীর র্যালিতে প্রায় ২ লক্ষ মানুষ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল।
এর আগে ২৭ তারিখ র্যালির আয়োজন করেছিলেন অনুব্রত মন্ডল। কিন্তু দলনেত্রী বীরভূম সফরের সূচি পাওয়া মাত্রই তা বাতিল করেছেন বীরভূমের দাপুটে নেতা।
আরও পড়ুনঃ বিধায়ক পদ থেকে শুভেন্দু অধিকারীর ইস্তফাপত্র গ্রহণ করলেন স্পিকার
বিধানসভা নির্বাচনের আগে সরগরম রাজ্য রাজনীতি। রবিবার ডাকবাংলো থেকে চৌরাস্তা অবধি মাত্র ১ কিলোমিটার র্যালি করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সেদিনের র্যালিতে ভিড় এমন ছিল যে ওই টুকু রাস্তা পার করতে কয়েক ঘন্টা সময় লেগে যায়। তার আগে মেদিনীপুরের শুভেন্দু অধিকারীকে গেরুয়া শিবিরে যোগদান করিয়ে বিরাট জনসভা করেন অমিত শাহ। তাই ক্ষমতা প্রদর্শনে এবার এগিয়ে এসেছে তৃণমূল। মাঠে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই মুহূর্তে তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের খাসতালুক হিসাবে পরিচিত বোলপুর। অমিত শাহের সভাকে ঘিরে আগেই তিনি কটাক্ষ করে বলেন বাইরের জেলা থেকে লোক এনে মিছিল ভরিয়েছে বিজেপি। পরে প্রমাণ সমেত কিছু ছবি দেখান তিনি।
পাল্টা চ্যালেঞ্জ করে তিনি বলেন এরকম মিছিল তিনি হামেশাই করেন। মুখ্যমন্ত্রীর মিছিলে ২ লক্ষ মানুষ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি। বাইরে থেকে লোক নয় জেলার লোককেই জমায়েত করবেন বলে জানিয়েছেন তিনি।