ফিরছে ‘কৃষক রত্ন’ পুরস্কার , মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার কারণে দুবছর বন্ধ থাকার পর এবছর ফিরছে ‘কৃষক রত্ন’ পুরস্কার। আগামী ১৭মে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে কৃষকরত্ন পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ৩৪২জন কৃষক ওই পুরস্কার পাবেন।
‘কৃষক রত্ন’ পুরস্কার
করোনার জন্য ‘কৃষক রত্ন’ পুরস্কার দু’বছর বন্ধ থাকার পর এবছর ফের তা দেওয়া হচ্ছে। প্রতিটি ব্লক থেকে একজন করে কৃষক পুরস্কার পাবেন। কৃষিমন্ত্রী সোনারপুর থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে কৃষকদের হাতে তিনি পুরস্কার তুলে দেবেন।
অশনি আতঙ্কঃ যুদ্ধকালীন তৎপরতায় চলছে বাঁধ মেরামতের কাজ
প্রসঙ্গত, মঙ্গলবার বর্ধমানের মাটি তীর্থ নিয়ে একটি বৈঠকও করবেন কৃষিমন্ত্রী। ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকায় গিয়ে গিয়ে কৃষকদের কাছ থেকে ধান কেনায় নজির তৈরি করেছে সেখানকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ৪৯টি সংঘের মহিলারা ৫৪২টি ক্যাম্পের মাধ্যমে ৬ হাজার ৫০০ কৃষকের থেকে মোট ১৩ হাজার মেট্রিক টন ধান ক্রয় করেছেন বলে জানা গিয়েছে।