১৫ তারিখ থেকে ভার্চুয়ালে পুজো উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধনের শুরু ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণী ক্লাব দিয়ে হয়।
এবার করোনাকালে একই রুটিন বদলালো না। চেতলা অগ্রণীর পুজো অন্যতম প্রদান আকর্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেবী দুর্গার চক্ষুদান ।
এ বছরও তিনি দক্ষিণ কলকাতার এই বিখ্যাত পুজো মণ্ডপে সশরীরে হাজির হলেন। রং, তুলি হাতে নিয়ে এঁকে দিলেন দেবীর ত্রিনয়ন।
সোমবার, পুজোর ঠিক ১০ দিন আগে এভাবেই ষোল আনা সম্পূর্ণ হল চেতলা অগ্রণীর পুজোর প্রস্তুতি।
অন্যবার পুজোর দিন দশেক আগে থেকে তৃতীয় পর্যন্ত প্রায় শ’খানেক পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
কিন্তু এবার সেসব কার্যত বন্ধ করে অনলাইনে পুজো উদ্বোধন করবেন তিনি। সোমবার তিনি জানান, আপাতত করোনার কারণে কোনও মন্ডপে গিয়ে নয়, অনলাইনেই পুজো উদ্বোধন করার সিদ্ধান্ত নিয়েছি।
আপাতত, ১৫, ১৬ এবং ১৭ অক্টোবর বিকেল ৫টা থেকে ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধন করা হবে। সরাসরি নবান্ন থেকেই শহরের নামজাদা একগুচ্ছ পুজোর উদ্বোধন করবেন তিনি।
জানা গিয়েছে ওই তিন দিন প্রায় ৭০-৮০টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। একদিন উত্তর, একদিন দক্ষিণ ও একদিন বাকি অংশের পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
তিনি নিজেই শুধু নয়, সারা রাজ্যের সব পুজো কমিটিগুলিকেও তিনি ভার্চুয়ালভাবে পুজোর উদ্বোধন করার অনুরোধ করেছেন। মুখ্যমন্ত্রী স্পষ্টই জানিয়েছেন, এবার তিন দিন নবান্ন থেকে ভার্চুয়ালভাবেই পুজোর উদ্বোধন করা হবে।
তবে কোথাও কোনওরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না বলেই স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও এই কথা তিনি আগেও বলেছিলেন।
ফের এদিন সেই কথাই তিনি মনে করিয়ে দিলেন। যদিও এদিনই তিনি চেতলা অগ্রণীর ঠাকুরের চক্ষুদান করেন বিকেলে। এই একটি ছাড়া অন্য কোনও পুজোমন্ডপে এবছর তিনি যাবেন না বলেই জানা গিয়েছে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/bjp-is-the-biggest-tyrant-durga-is-coming-to-destroy-them-mamata/
পাশাপাশি, এদিন দলীয় মুখপত্র জাগো বাংলার পুজো সংখ্যা উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী খেদের সঙ্গে বলেন, এবার বিজয়াটাও করা যাবে না। পায়ে হাত দিয়ে নমস্কার করতে পারা যাবে না। তবে বাংলায় একমাত্র পুজোর পারমিশন দেওয়া হচ্ছে।
উত্সব করুন, খুব নিয়ম মেনে। সকলকে বাঁচিয়ে করবেন।’ এছাড়াও, পুজোয় ভিড় এড়াতে সংবাদমাধ্যমকেও দায়িত্বশীল হতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।
তিনি জানিয়েছেন, সকলকে অনুরোধ ভিড় বেশি হলে দয়া করে সেই ছবি দেখাবেন না। উত্তর ও দক্ষিণের মধ্যে যে প্রতিযোগিতা দেখাবেন না। হাতজোড় করে বলছি, ভিড় হলে দেখাবেন না। কারণ, এবার এটা করা যাবে না।