West Bengal Assembly Election: ব্রিগেডে মোদি, শিলিগুড়িতে মহিলাদের নিয়ে পদযাত্রায় মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার ব্রিগেডে হাইভোল্টেজ সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাল্টা শিলিগুড়িতে মহিলাদের নিয়ে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ক্রমাগত পেট্রোপণ্য এবং রান্নার গ্যাসের মুল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলাদের নিয়ে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এদিন থেকেই প্রচার শুরু করবেন মমতা।

 

রবিবার সকালেই কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সরব হয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে প্রতিনিয়ত গ্যাসের দাম বেড়ে চলেছে তাতে বিতশ্রদ্ধ আমি। এদিন শিলিগুড়ির মিছিলের কথা উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুনঃ West Bengal Assembly Election: রবিবার হাইভোল্টেজ ব্রিগেড, মেগা প্রচারে মোদি

এদিন দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় অবধি হাঁটবেন তৃণমূল সুপ্রিমো। সকাল ১১ টা থেকে শুরু হওয়ার কথা মিছিলের।

এবারের নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। শনিবার বিজেপির তরফে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। নন্দীগ্রামে এবারের প্রার্থী শুভেন্দু অধিকারী। ফলে নন্দীগ্রামকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা।

গত মাসেও প্রধানমন্ত্রীর সভার পাল্টা পদযাত্রা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের প্রাক মুহুর্তে রবিবারে সরগরম রাজ্য রাজনীতি।

সম্পর্কিত পোস্ট