এক ঢিলে দুই পাখি, নারী দিবসে দক্ষিণ কলকাতায় নামছেন মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোটের উত্তাপ বাড়ছে। নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার সঙ্গেই বাংলার হাই ভোল্টেজ নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে রাজনৈতিক দল গুলির মধ্যে।

একদিকে বাংলার ‘অগ্নিকন্যার হ্যাটট্রিক নিয়ে সরগরম রাজনৈতিক মহল। অন্যদিকে বিরোধীরাও একচুল মাটি ছাড়তে নারাজ।

এরই মধ্যে নবান্ন থেকে খবর, প্রত্যাশামতোই অন্যান্য বছরগুলির মতো এবারও রাজ্যের মুখ্যমন্ত্রী আসন্ন নারীদিবসেও পথে নেমে মিছিল করবেন। নির্বাচনের আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বলেই ধারণা রাজনৈতিক মহলের।

প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবসে কর্মসূচি থাকে তৃণমূল কংগ্রেসের। রাজ্য বিধানসভা নির্বাচনের যুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছে তখনই কিন্তু তৃণমূলের এই কর্মসূচি এবছরও থাকছে।

ওইদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ভবানীপুর থেকে যাদবপুর পর্যন্ত পদযাত্রা করবেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল মহিলা কংগ্রেসের ব্যানারে এই কর্মসূচি হবে। এদিন এমনটাই জানিয়েছেন, তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ৮ মার্চ বেলা ১২টার সময় এই কর্মসূচি শুরু হবে।

আরও পড়ুনঃ ভোট নির্ঘণ্ট নিয়ে খুশি নন মমতা বন্দ্যোপাধ্যায়, মোদি-শাহদের সুবিধা করে দিতেই নির্ঘণ্ট

চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, ‘গত ১০ বছরে বাংলার নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের জন্য যুগান্তকারী পদক্ষেপ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার।

স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে বাড়ির মহিলার নামে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের কর্মসংস্থান হয়েছে। তাছাড়াও রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী মতো জনমুখি প্রকল্প।

এইসব বিষয়গুলি প্রচারে তুলে ধরা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ই এখন দেশে নারীশক্তির প্রতিভূ। একই সঙ্গে এই মুহূর্তে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নামও মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আন্তর্জাতিক নারী দিবসকে যে তিনি আলাদা গুরুত্ব দেবেন, সেটাই প্রত্যাশিত।’

সম্পর্কিত পোস্ট