কমিশনের মেয়াদ শেষ হতেই শীতলকুচির নিহত পরিবারের সঙ্গে দেখা করলেন মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কমিশনের বেঁধে দেওয়া ৭২ ঘন্টার মেয়াদ শেষ হচ্ছে বুধবার। এদিনেই নিহত পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাথাভাঙা হাসপাতালের পাশে তৈরি করা হয়েছে শহীদ মঞ্চ। সেখানেই নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি।

তৃণমূল সূত্রে খবর, শীতলকুচিতে নিহত আনন্দ বর্মনের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সাহায্য চান না বলে জানিয়ে দেন মৃত আনন্দ বর্মনের পরিবার।

শনিবার চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচিতে প্রাণ হারান চার জন। রবিবার তাঁদের সঙ্গে দেখা করার কথা ছিল তৃণমূল সুপ্রিমোর। কিন্তু কমিশনের নির্দেশে তিনি যেতে পারেননি। সাংবাদিক বৈঠক থেকেই মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।

মঙ্গলবার কমিশনের মেয়াদ শেষ হওয়ার পরেই কোচবিহারের মৃত চার যুবকের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে শীতলকুচিতে নিহত পরিবারের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত খুন বলে দাবী করছে বিজেপি। কোচবিহার জেলার বিজেপি সভাপতি মালতি রাভা জানিয়েছেন, বাইরে থেকে লোক এনে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে আনন্দ বর্মনকে। তাঁর পরিবারের তরফে আগেই বলে হয়েছিল শাসক দলের হার্মাদদের গুলি মৃত্যু হয়েছে আনন্দ বর্মনের। আনন্দ বর্মন প্রথম ভোটার। সে চেয়েছিল বিজেপিতে ভোট দিতে। তাই তাঁকে আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছিল ভয় দেখানো হচ্ছিল। এমনটাই দাবী করছেন জেলা বিজেপির সভাপতি মালতী রাভা।

সম্পর্কিত পোস্ট