মোদির সঙ্গে বৈঠকে থাকছেন না মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ঘুর্ণিঝড় ইয়াস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। কিন্তু সেই বৈঠকে থাকবেন না মুখ্যমন্ত্রী। সাগরে প্রশাসনিক বৈঠকের পর এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
ইয়াস নিয়ে শুক্রবার কলাইকুণ্ডার বিমানঘাঁটিতে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে জটিলতা বাড়তে শুরু করে৷ সূত্রের খবর, ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর। রাজনৈতিক মহলের অনুমান, তাই বৈঠক এড়িয়ে গেলেন মমতা।
শুক্রবার ঘুর্ণিঝড় যশের ক্ষয়ক্ষতি নিয়ে নিয়ে সাগরদদ্বীপে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সহ ১২ জন প্রশাসনিক কর্তারা। উপস্থিত ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
সেখান থেকেই মমতার ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন না তিনি।
তবে বৈঠকে উপস্থিত না থাকলেও ঘুর্ণিঝড় যশ এর প্রভাবে সমস্ত ক্ষয়ক্ষতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি।