২০২২ এর গোয়ার নির্বাচনী প্রচার মমতার মাধ্যমেই শুরু করবে তৃণমূল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার বিকেলে বাগডোগরা থেকে ভাস্কো বিমানবন্দরে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গোয়ার শূন্য সংগঠন থেকে সরকার গঠনের মার্কসের লক্ষ্যে এই প্রথমবার দেশের পশ্চিম উপকুলের হাজির হয়েছেন তৃণমূল সুপ্রিমো। লক্ষ্য, ২২ এর নির্বাচনে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করে ক্ষমতায় আসা।
পূর্ব ভারতে মমতার জনপ্রিয়তা থাকলেও পশ্চিম ভারতে সফল হতে মমতার ভরসা প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিও (Luizinho Felerio)। সঙ্গে দৃঢ় প্রত্যয় নিয়ে লড়াই করা ডেরেক ও’ব্রায়েন (Derek O Brayen) । একইসঙ্গে রয়েছেন অন্যান্য নেতারাও। ইতিমধ্যেই বালু মাটিতে ধীরে ধীরে বেড়েছে ঘাসফুলের চাষ। যা দেখে রীতিমতো অস্বস্তি অনুভব করছে অন্যান্য দল৷
তৃণমূলের অন্দরের খবর, আগামী তিন দিন গোয়ায় নিজের আদবকায়দায় প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক কর্মীদের সঙ্গে। রয়েছে একাধিক রাজনৈতিক বৈঠক৷ মৎসজীবীদের সঙ্গে কথা বলবেন তিনি। যাবেন একাধিক গীর্জা, মন্দির, মসজিদে। এমনকি পানাজিতে পদযাত্রাও সারবেন তিনি।
মমতার গোয়া সফরে বিশেষ চমক রয়েছে যোগদান ঘিরে।শোনা যাচ্ছে মমতার এই সফরে তৃণমূলে যোগদান করতে চলেছেন তিন বিধায়ক। এছাড়াও তৃণমূলের সঙ্গে যুক্ত হতে পারেন লাকি আলি (Lucky Ali) , নাফিসা আলি এবং রেমো ডিসুজারা (Remo D’Souza)। বলিউড অভিনেত্রী বর্ষা উসগাঁওকরের (Barsha Usgaonkar) তৃণমূলে যোগদান ঘিরে ব্যাপক জল্পনা চলছে। যোগদানের জল্পনা চলছে ফুটবলার অ্যালভিটোকে (Alvito) ঘিরেও।