রাজ্যপালের অপসারণ চেয়ে দিল্লিতে চিঠি মুখ্যমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতের পারদ ক্রমাগত বেড়েই চলছিল। অভিমানের পর চলছিল পত্র বিনিময়ের পালা। এবার সরাসরি রাজ্যপাল জগদীপ ধনকড়ের অপসারণ চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
সূত্রের খবর, এবিষয়ে দিল্লিতে চিঠি দেবেন তিনি৷ চিঠি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি অমিত শাহকেও। শুধুমাত্র এতেই থেমে না থেকে বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনতে চায় তৃণমূল।
এর আগেও একাধিকবার রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দোপাধ্যায়। এমনকি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ জানান তিনি।
- তবে বিধানসভা ভোটের আগে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত চরমে পৌঁছায়। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে একের পর এক টুইট করেন রাজ্যপাল৷ রাজ্যপালকে বিজেপির প্রতিনিধি বলে কটাক্ষ করতে শুরু করে শাসক দল।
২১ এর নির্বাচনে তৃতীয়বার ক্ষমতায় আসে তৃণমূল। মমতা বন্দোপাধ্যায়ের শপথের দিনে ভোট পরবর্তী হিংসা নিয়ে টুইট করে বসেন তিনি। এমনকি মন্ত্রীপদের আগের দিনে দুই মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গঠনের অনুমোদন দেন৷ এরপর রাজ্যে কোভিড পরিস্থিতিতেও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ঘুরে ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসকদলকে কার্যত তুলোধোনা করেন তিনি৷
এরপর সোমবারের চার নেতার গ্রেফতারের পর রাজ্যপালের টুইট রাজ্যে অশান্তি পরিস্থিতি তৈরি করেছে বলে কটাক্ষ করেন শাসক দলের নেতারা। তাই এবার রাজ্যপালের অপসারণ নিয়ে সরব হচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷