রেকর্ড গড়লেন মমতা, ৫৮ হাজার ৮৩২ ভোটে বিরোধীদের মাত দিলেন তৃণমূল সুপ্রিমো
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পোস্টাল ব্যালটের গণনা শুরু হতেই আভাস মিলেছিল। বেলা গড়াতেই ব্যবধান বাড়তে বাড়তে কার্যত আকাশছোঁয়া। ভবানীপুর উপনির্বাচনে ৫৮ হাজার ৮৩২ ভোটে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে ২৫ হাজার ৩১০ ভোটে জেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার ৬৫ হাজার ৫২০টি ভোট পেয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। শতাংশের বিচারে যা ৪৭.৬৭।
২০১১ সালের উপনির্বাচনে সিপিএম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়কে ৪৯ হাজার ৯৩৬ ভোটে হারান মমতা। তৃণমূল সুপ্রিমো সেবার ৭৩ হাজার ৩৬৫টি ভোট পেয়েছিলেন।
এবার পরপর রাউন্ডে ঘাসফুল শিবিরের (TMC) থেকে আরও পিছিয়ে পড়ে দেওয়াল লিখন পড়ে ফেলেন বিজেপি কর্মী সমর্থকরা। আর তাই সকাল থেকেই ৬ নম্বর মুরলীধর সেন লেনে বিজেপির (BJP) রাজ্য সদর দপ্তর ছিল ফাঁকা। একই নীরবতা লক্ষ্য করা যায় হেস্টিংসের বিজেপি কার্যালয়ে।
বেলা বাড়তেই আবীর খেলতে শুরু করে দেন তৃণমূল কর্মী সমর্থকরা। কারোর হাতে ‘খেলা হবে’ লেখা পোস্টার, আবার কেউ গালে সবুজ আবির মেখে উৎসবে মেতেছেন। ঢাক-ঢোল বাজাতে বাজাতে রাস্তায় নেমে পড়েন তাঁরা।
একটা সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশকেও রাস্তায় নামতে হয়। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৫ রাউন্ড শেষে ৩৯ হাজার ৬৫৭ ভোটে এগিয়ে মমতা। মমতা ৫৮ হাজার ৫০৩টি ভোট পেয়েছেন এবং প্রিয়ঙ্কা পেয়েছেন ১৮ হাজার ৮৪৬ ভোট।