ধর্না তুলে বাড়ির পথে চললেন মমতা বন্দ্যোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশকে ‘অগণতান্ত্রিক’ এবং ‘অসাংবিধানিক’ বলে দাবী করে সকাল সাড়ে এগারোটা নাগাদ গান্ধী মুর্তির পাদদেশে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটে নাগাদ ধর্না তুলে নিয়ে বাড়ির পথে চললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৩ এপ্রিল তারকেশ্বরের জনসভা থেকে আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকির নাম করে করে মন্তব্য করে তৃণমূল সুপ্রিমো বলেন, সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না। বিজেপির এলে সবচেয়ে বিপদ হবে আপনাদেরই। এরপরেই কমিশনের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় নোটিস পাঠিয়ে এর ব্যাখা দিতে বলা হয়।

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো উত্তরে সন্তুষ্ট হয়নি কমিশন। এরপরেই ২৪ ঘন্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়। পঞ্চম দফার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের এই পদক্ষেপে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল তৃণমূল। এদিন গান্ধী মূর্তির পাদদেশে কোনোরকম দলীয় পতাকা ছাড়াই কালো পতাকা নিয়ে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ কমিশনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ধর্না মঞ্চে মমতা, আঁকলেন ছবিও

অন্যদিকে, এদিনেই শীতলকুচির ঘটনা নিয়ে মন্তব্যের জন্য হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৪৮ ঘন্টা নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে, শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি কমিশনের। একইসঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও প্রচারে সতর্ক থাকার নির্দেশ কমিশনের।

সম্পর্কিত পোস্ট