কিষান সম্মান নিধি নিয়ে পত্রযুদ্ধ রাজ্য ও কেন্দ্রের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কৃষকদের টাকা নিয়ে দুই সরকারের একে অপরকে চিঠি। বৃহস্পতিবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায় কৃষকদের ভাতা-র টাকা নিয়ে চিঠি লিখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এদিন প্রধানমন্ত্রী কিষান যোজনা চালু করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতেই চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের পরামর্শ মতো ইতিমধ্যেই নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে, পাশাপাশি নোডাল এজেন্সিও তৈরি করা হয়েছে। তবে চালু হয়নি কৃষকদের জন্য এই কেন্দ্রীয় ভাতা।এই প্রকল্পের টাকা কৃষকরা যাতে পায় সেই কারণেই এই চিঠি দেওয়া হয়েছে।
এখানেই শেষ নয়, নবান্নে সাংবাদিক বৈঠকেও মমতা বলেছেন, ‘ভোটের আগে কৃষকদের ১৮ হাজার টাকা দেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। সেই টাকাটা দেওয়া হোক।’ চিঠিতে গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে পাঠানো চিঠির প্রসঙ্গ টেনেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও কৃষি মন্ত্রকের তরফে কোনও উপযুক্ত জবাব মেলেনি।
রাজ্যের বিরুদ্ধে কৃষকদের নাম না পাঠানোর যে অভিযোগ কেন্দ্রীয় সরকার করেছিল, সেই প্রসঙ্গেও চিঠিতে মমতার জবাব, ‘এই প্রকল্পে ২১.৭৯ লাখ কৃষক নাম রেজিস্টার করেছেন। তাঁদের মধ্যে ১৪.৯১ লাখ ডেটা পোর্টালে আপলোড করা হয়েছে।’ চিঠিতে তিনি এমনও লিখেছেন, কৃষকদের ১৮ হাজার টাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী, তা এখনও পূরণ হয়নি।
প্রসঙ্গত, বুধবার শপথ নেওয়া মাত্রই ভ্যাকসিন ও ওষুধ নিয়ে নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মমতা। বিনামূল্যে সবাইকে টিকা দেওয়ার দাবি সেই সেই চিঠিতে। লিখেছিলেন, টিকার জোগান বাড়ানোর কথাও।
চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, ‘২৪ ফেব্রুয়ারি টিকা কিনতে চেয়ে চিঠি দিয়েছিলাম আমরা। বিনামূল্যে সকল রাজ্যবাসীর জন্য টিকাকরণ শুরুও করতে চেয়েছিলাম। কিন্তু, কেন্দ্রের তরফে কোনও সাড়া পাইনি। হাসপাতালে বেড, অক্সিজেন, ওষুধ, টিকার ঘাটতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে, তাই ফের আপনাকে চিঠি লিখতে হল।’
দিনহাটায় উদয়ন গুহর উপর হামলা, ভাঙল হাত, মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি
শুধু তাই নয়, রেমডেসিভির, টোসিলিজুমারের মতো ওষুধের জোগান বাড়ানোর বিষয়েও প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠির ২৪ ঘণ্টাও কাটল না, এবার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অর্থ নিয়ে ফের চিঠি মুখ্যমন্ত্রীর।
এদিকে এদিনই আবার কৃষকদের তথ্য চেয়ে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। দিদিকে লেখা চিঠিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী লিখেছেন, ” বিধানসভা নির্বাচনে জয়ের জন্য আপনাকে অভিনন্দন। পশ্চিমবাঙলার মানুষদের এখনও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পাচ্ছেন না। আমি এর আগেও অনেকবার আপনাকে অনুরোধ করেছিলাম যে রাজ্যের ৬৯ লক্ষ কৃষক পরিবার পিএম কিষাণ সম্মান যোজনার সুবিধা থেকে বঞ্চিত। যদি রাজ্য সরকার এই যোজনার অন্তর্ভুক্ত হয় তাহলে কৃষকদের কাছে প্রায় মোট ৯৬৬০ কোটি টাকার যোজনার সুবিধা পৌঁছে যাবে।
পশ্চিমবঙ্গে কৃষকদের ওপর তথ্য চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়কে লেখা চিঠিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এরপর লেখেন, রাজ্য সরকার কৃষকদের নিয়ে তথ্য না দিলেও পশ্চিমবাংলার প্রায় ৪১ লক্ষ কৃষক পিএম কিষাণ পোর্টালের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে রাজ্য নোডাল অফিসার নিযুক্ত ক