১৮ জানুয়ারি নন্দীগ্রামে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৭ তারিখ নন্দীগ্রামের তেখালি ব্রিজ লাগোয়া মাঠে সভা করার কথা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু রামনগরের বিধায়ক অখিল গিরির করোনা হওয়ার পর থেকে সেই সফর বাতিল করেছিলেন। অখিলবাবু সুস্থ হলেই নন্দীগ্রামে যাওয়ার কথা ঘোষণা করেছিলে তিনি। সূত্রের খবর, পরিবর্তিত দিন হতে চলেছে ১৮ জানুয়ারি।

যদিও মুখ্যমন্ত্রীর সফর নিয়ে তৃণমূলের তরফে কিছুই জানানো হয়নি। সূত্রের খবর, করোনার আক্রান্ত হওয়ার পর এখন অনেকটাই সুস্থ রয়েছেন অখিল গিরি। আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যে একেবারে চাঙ্গা হয়ে যাবেন তিনি। তারপরেই নন্দীগ্রামে যাবেন তৃণমূল সুপ্রিমো।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/group-change-or-voluntary-speculation-about-shishir-adhikari-political-future/

প্রসঙ্গত, ওই দিন নন্দীগ্রামে কর্মসুচীর কথা ১০ নভেম্বরেই ঘোষণা করেছিলেন নব্য বিজেপি সদস্য শুভেন্দু অধিকারী। যদিও তখন মন্ত্রীসভার সদস্য ছিলেন তিনি। কিন্তু তারপর সময় গড়িয়েছে। সমস্ত সরকারী পদ ছাড়ার পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তিনি। নন্দীগ্রামের আন্দোলন জনগণের আন্দোলন বলে দাবী করেছিলেন তিনি। এমনকি ৭ তারিখ মুখ্যমন্ত্রীর সভার ঘোষণার পরেই ৮ তারিখ নন্দীগ্রামে সভার কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।

যদিও পুর্বের মতো ৭ তারিখ ভোরে ভাঙ্গাবেড়ার শহীদ বেদিতে মাল্যদান করবেন শুভেন্দু অধিকারী। ওই দিন নন্দীগ্রামে দুপুর ৩ তে নাগাদ সভা করার কথা তৃণমূলের। তৃণমূলের সভায় উপস্থিত থাকার কথা সুব্রত বক্সির। এরপরে ৮ তারিখে সভা করবেন তিনি।

সম্পর্কিত পোস্ট