Mamata Banerjee Vs Jagdeep Dhankhar : পেগাসাস রাজভবন থেকে চলছে, টুইটারে রাজ্যপালকে ব্লক করলেন মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের বেনোজির ঘটনার সাক্ষী থাকলো বঙ্গ রাজনীতি।  রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটারে ব্লক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠক করে একাধিক ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগতে শুরু করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তখনই এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি টুইটারে ব্লক করতে বাধ্য হয়েছি রাজ্যপালকে। রাজ্যপালকে ব্লক করলেন মমতা যা প্রকাশ্যে আসতেই তোলপাড়া রাজনৈতিক মহল।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি বাধ্য হয়ে রাজ্যপালকে ব্লক করেছি। উনি প্রতিদিন রাজ্য সরকারের বিরুদ্ধাচরণ করে টুইট করছেন। যা দেখে প্রতিদিন আমার অস্বস্তি হচ্ছে। উনি রাজ্য সরকারের একাধিক আমলাদের দিকে পাঠাচ্ছেন।  কখনো সরকারকে গালাগালি দিচ্ছেন কখনো আমলাদের গালাগালি দিচ্ছেন কখনো সরাসরি আমাকেও গালাগালি করছেন। একাধিকবার এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি চিঠি লিখে জানিয়েছি।”

School Opening Westbengal : ৩ ফেব্রুয়ারী থেকে খুলছে স্কুল, নবান্নে ঘোষণা মমতার

রাজ্যপালকে ব্লক করলেন মমতা

এদিন তিনি বলেন, “চারটি চিঠি যাওয়ার পরেও কেন প্রধানমন্ত্রী ওনাকে সরালেন না আমি সেই প্রশ্ন আজ সাংবাদিক বৈঠক থেকে সরাসরি করলাম।” এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো বলেন “দেড় বছর ধরে আমরা অনেক সহ্য করেছি। অনেকবার সুযোগ দিয়েছি কিন্তু আজ বাধ্য হয়ে ব্লক করলাম।”

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যপাল চাইছেন তাঁর নির্দেশ কত রাজ্য চলুক। তিনি প্রত্যেকটি বিষয়ে জবাবদিহি চাইছেন। শুধু তাই নয়, মা ক্যান্টিনের খাবার কোথা থেকে আসছে তার কৈফিয়ত চাইছেন উনি। তাহলে কী আমরা চাকর-বাকর?  উনি ভুলে যাচ্ছেন উনি কেন্দ্রীয় সরকারের মনোনীত। আর আমরা জনগণের দ্বারা নির্বাচিত।  রাজ্যপাল প্রচ্ছন্ন মদত দিচ্ছেন বিজেপির কিছু গুন্ডা নেতাদের। যারা প্রতিদিন লোক মারছে। ইছাপুরের সম্প্রতি গোপাল মজুমদার কে খুন করা হয়েছে।”

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারীর সুরে বলেন, ” রাজ্যপাল প্রতিদিন গ্র্যান্ড থেকে খাবার নিয়ে খান। আমার কাছে সেই বিল আছে।  বের করবো সেই বিল? ”  মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়,  “রাজভবন থেকে পেগাসাস চলছে রাজ্যে।  ওখানে তদন্ত করে দেখা হোক তাহলে বোঝা যাবে রাজভবনে কোন কোন বিজেপি নেতা আছে। “

প্রসঙ্গত রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, রাজ্যপালকে ব্লক করলেন মমতা  – আগে এমন ঘটনা আগে কোন রাজ্যে ঘটেছে বলে মনে পড়েনা। রাজ্যপাল জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গে আসার পর থেকেই বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে একাধিকবার নিশানা করেছেন। প্রথম থেকেই সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল। এদিন রাজ্যপালকে ব্লক করলেন মমতা এবং আরও এক ধাপ এগিয়ে যাওয়া,  সেই সম্পর্ককে আরও তলানিতে  নিয়ে গেল বলেই মনে করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট