নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে জাতীয় ছুটির দাবি মমতার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন উপলক্ষে এবার বিশেষ দিনটি এবার রাজ্যে ‘দেশনায়ক দিবস’ হিসেবে পালিত হবে। সোমবার এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনদের সঙ্গে বৈঠকে করে তারই পরিকল্পনা করে নিলেন মুখ্যমন্ত্রী।

এ দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ছিলেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, ফেলিক্স রাজ, সন্ধ্যা মুখোপাধ্যায়, সুগত বসু-সহ আরও অনেক বিশিষ্ট মানুষ।

আরও পড়ুনঃ মিছিলে অনুপস্থিত শোভন-বৈশাখী, প্রশ্ন এড়িয়ে গেলেন শীর্ষ নেতৃত্ব

এদিন রাজ্য তথা সারা দেশের নেতাজি অনুরাগীদের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, ২৩ জানুয়ারি নেতাজির জন্মলগ্নে (‌বেলা ১২টা ১৫ মিনিট)‌ শঙ্খ বাজানো বা উলুধ্বনি দিয়ে উদ্‌যাপন করা হোক। মুখ্যমন্ত্রী এ দিন আরও বলেন, “ওই দিন (২৩ জানুয়ারি) আমরা ঠিক ১২টায় শ্যামবাজার পাঁচমাথার মোড়ে জমায়েত হয়ে যাব। নেতাজির যে জন্ম সময় অর্থাৎ দুপুর ১২টা ১৫–তে সারা বাংলা জুড়ে সাইরেন বাজবে। সাইরেন বাজার সঙ্গে সঙ্গে মিছিল শুরু হবে। রেড রোডে নেতাজির মূর্তির পাদদেশে শেষ হবে মিছিল। থাকবে পুলিশের ব্যান্ডও”।

একইসঙ্গে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে একগুচ্ছ উদ্যোগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “নেতাজির নামে মনুমেন্ট করা হবে। তার নাম হবে ‘আজাদ হিন্দ ফৌজ’ মনুমেন্ট”। পাশাপাশি, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে জাতীয় বিশ্ববিদ্যালয় করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, “২৬ জানুয়ারির প্যারেডে নেতাজিকে উৎসর্গ করে থাকবে একটি বিশেষ ট্যাবলো। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের প্যারেড এবার সম্পূর্ণ উৎসর্গ করা হবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে”।

সম্পর্কিত পোস্ট