ইউজিসি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ক্ষোভ উগড়ে দিলেন মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করােনা অবহেও কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা করানাে নিয়ে অনড় ইউজিসি। অথচ রাজ্য সরকার এই পরিস্থিতিতে কোনভাবেই পরীক্ষার আয়ােজন করে পড়ুয়াদের ঝুঁকির সামনে দাঁড় করাতে চায় না।

এই অবস্থায় গত কয়েকদিন ধরে এই বিষয় নিয়ে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে সংঘাত চলছিল । এবার এই বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সােমবার আইসিএমআর — এর অত্যাধুনিক করােনা ল্যাব উদ্বোধনের আগে বাংলা , মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি । সেখানে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রীও ।

বক্তব্যের শুরুতেই নাম না করে রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। এমনকী, ওই বৈঠকে ইউজিসির সিদ্ধান্তহীনতাকে তুলে ধরে তুলােধােনা করেন মুখ্যমন্ত্রী । একইসঙ্গে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে করােনা আবহে পরীক্ষা বাতিলের আবেদনও জানান তিনি ।

একুশের লক্ষ্যে মুখপাত্রদের নয়া তালিকা প্রকাশ, নবীন-প্রবীণের মেলবন্ধনে চমক দিল তৃণমূল

এদিন মুখ্যমন্ত্রী অনুযােগ করেন , বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা হলে করােনা আরও ছড়িয়ে পড়বে হুহু করে । সেপ্টেম্বরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা হওয়া নিয়ে যে নির্দেশিকা জারি করেছে ইউজিসি , পড়ুয়াদের স্বার্থেই তা বাতিল করা হােক । এ বিষয়ে আমি ১১ জুলাই প্রধানমন্ত্রীর দফতরে চিঠিও দিয়েছি ।

তিনি জানিয়েছেন , পরীক্ষা বাতিল করে বরং আগের সেমেস্টারের প্রাপ্ত নম্বর অনুযায়ী পড়ুয়াদের মূল্যায়ন করার জন্যে ইতােমধ্যে পশ্চিমবঙ্গ সরকার একটি নির্দেশিকা জারি করেছিল ।

এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যপালকে নিয়ে অভিযােগ করেছেন মুখ্যমন্ত্রী । বিভিন্ন ইস্যুতে নাম না করে রাজ্যপালের নামেও নালিশ জানান তিনি ।

মমতা বলেন , “ করােনা মােকাবিলায় কেন্দ্র সহযােগিতা করছে । কিন্তু সাংবিধানিক পদে থেকেও অনেকে রাজ্যের কাজে বাধা দিচ্ছে । এই সময় সকলকে হাতে হাত মিলিয়ে লড়তে হবে । কিন্তু সরকারের কাজে বাধা সৃষ্টি করে অনেকে মজা পাচ্ছেন । বিরক্ত করছেন , যুক্তরাষ্ট্রীয় কাঠামােয় তা করা যায় না ।

তাঁর যুক্তি , এই অবস্থায় আমাদের একসঙ্গেই কাজ করা উচিত । উল্লেখ্য , এই মুহূর্তে সরকার রাজভবন সংঘাত কোনও নতুন বিষয় নয় ।

করােনা আবহের মধ্যেও সহযগিতার বদলে বারংবার জগদীপ ধনকরের তরফে বারবার রাজ্য সরকারকে আক্রমণ করতেও দেখা গিয়েছে । এদিন ইউজিসিকে সামনে রেখে কার্যত এক ঢিলে দুই পাখি মারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সম্পর্কিত পোস্ট