পুলিশের অনুষ্ঠানে দরিয়া দিল মমতার, ভোটের আগে দিলেন আত্মসমর্পণকারী মাওবাদী-কেএলও সদস্যদের চাকরি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য পুলিশের কর্মীদের জন্য দরাজহস্ত মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থেকে আগামী তিন বছরে পুলিশের বিভিন্ন স্তরে প্রায় ৩০ হাজার নিয়োগের কথাও ঘোষণা করেন তিনি ।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্য সরকারের শিবির থেকে চাকরি পেলেন ১৫৪৩ জন। কামতাপুরী লিবারেশন অর্গানাইজেশনের ৫৯৭ জন প্রাক্তন সক্রিয় কর্মী ও ৪১১ জন প্রাক্তন মাওবাদী সদস্যকে চাকরি দেওয়া হল ওই শিবির থেকে। চাকরি দেওয়া হল সশস্ত্র হামলার শিকার ৩৬ জনের পরিবারের সদস্যকেও।

পাশাপাশি, জঙ্গলমহলে তরুণ-তরুণীদের উত্সাহ দেওয়ার জন্য স্থানীয় খেলোয়াড়দের মধ্যে থেকে ৪৯৯ জন চাকরি পেলেন।’লিভ কম্পেনসেশন পে’ ৫২ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন করার কথা ঘোষণা করেন মমতা।

মুখ্যমন্ত্রীর কথায়, পুলিশকর্মীরা ছুটির মধ্যেও কাজ করেন। তাঁরা যাতে কাজে উত্সাহ পান, সেই কারণেই এই পদক্ষেপ । তিনি বলেন, ”দক্ষতার বিচারে কলকাতার পুলিশ, বাংলার পুলিশ সেরা। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ৭৫ জন পুলিশকর্মীর ইতিমধ্যে মৃত্যু হয়েছে। তাঁদের আর্থিক সাহায্য ও চাকরি দিয়েছে রাজ্য সরকার।”

কোভিডের সময় রাজ্য ও কলকাতা পুলিশের ভূমিকা ও রক্তদানের একাধিক অনুষ্ঠান আয়োজন নিয়েও সাধুবাদ দেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ”এই সময়ের মধ্যে ৬টি নতুন পুলিশ কমিশনারেট তৈরি হয়েছে। ৯টি নতুন পুলিশ জেলা হয়েছে, ৭টি নতুন পুলিশ ব্যাটেলিয়ান হয়েছে। এই কয়েক বছরের মধ্যে ১৬২টি নতুন থানা হয়েছে। তৈরি হয়েছে ৪৮টি মহিলা থানা।”

দিল্লির ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্থ ৩ টি গাড়ি

পুলিশ কর্মীদের মধ্যে আত্মঘাতী হওয়ার একটা প্রবণতা থাকে। তা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘একটা মেয়ে আপনাকে ফাঁসিয়েছে, কী করবেন, সেটা নিয়ে কথা বলুন। সমস্যা হলে বেরোতে পারবেন। মেন্টাল পলিউশন বিগ পলিউশন। টাকা ধার নিয়ে শোধ না দিতে পারলে সহকর্মীদের সঙ্গে কথা বলুন। খারাপ সবকিছুর ওষুধ রয়েছে। না জেনেশুনে করলে তাকে সমাধান করা যায়। আত্মহত্যা করবেন না। বি কুল, বি ব্রেভ, বি বোল্ড, ডোন্ট বি আপসেট।’

মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বলেন, “পুলিশ যেমন নিজের কাজ করে, তেমনই পুলিশকে দেখার দায়িত্ব রাজ্য সরকারের। সেই কারণে যাঁরা ১৫ বছর হোমগার্ডে কাজ করেছেন, তাঁদের নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের কাজের জন্য একটি ওয়েলফেয়ার বোর্ড নতুন করে গড়ে তোলা হচ্ছে। রাজ্য জুড়ে পালিত হচ্ছে পুলিশ ডে।”

এই ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন রাজারহাট-নিউটানের আদিবাসী ভবন। সেখানে আদিবাসী মানুষেরা যেমন থাকতে পারবেন, তেমনই সেখানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ আরও অনেক কিছু।

বৃহস্পতিবার লেপচা ভবনেরও উদ্বোধন করেন মমতা। উদ্বোধন করেন আকাঙ্ক্ষা হাউজিং কমপ্লেক্সও। যেখানে থাকছে ৫৭৬টি ফ্ল্যাট। এ ছাড়াও তারাপীঠের তোরণ ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন করেন বনরিনি প্রকল্পেরও।

সম্পর্কিত পোস্ট