করোনা নিয়ে ভিডিও কনফারেন্সে শুক্রবার আলোচনায় অবিজেপি দলগুলির সঙ্গে বৈঠকে মমতা

আগামী শুক্রবার অর্থাৎ ২২ মে করোনার বিরুদ্ধে লড়াইয়ে রণনীতি ঠিক করতে একজোট হচ্ছে ভারতবর্ষের বিরোধী শক্তি। ওইদিন দেশের প্রথম সারির বিরোধী নেতাদের সকলেই উপস্থিত থাকবেন।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজনীতির যুদ্ধক্ষেত্রে বিরোধীদের একজোট হতে দেখা গিয়েছে এতদিন। এবার করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ও একজোট হচ্ছে বিরোধীরা।

আগামী শুক্রবার অর্থাৎ ২২ মে করোনার বিরুদ্ধে লড়াইয়ে রণনীতি ঠিক করতে একজোট হচ্ছে ভারতবর্ষের বিরোধী শক্তি। ওইদিন দেশের প্রথম সারির বিরোধী নেতাদের সকলেই উপস্থিত থাকবেন।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, ডিএমকে সুপ্রিমো স্ট্যালিন, শারদ পাওয়ার, সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির পাশাপাশি এই বৈঠকে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এখনো পর্যন্ত যা খবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এবং এখানে সর্বসম্মতভাবে বিরোধী শক্তি আলোচনা করে করোনার বিরুদ্ধে লড়াইয়ে একটা গতিপথ নির্ধারণ করবে।

মঙ্গলবার নবান্নে এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রশ্ন করা হলে তিনি বলেন, কিছু বিরোধী রাজনৈতিক দল ওই বৈঠকে কোভিড নিয়ে আলোচনা করবেন।

আম্ফান মোকাবিলাঃ নিরাপদ আশ্রয়ে সরলেন ৩ লক্ষ মানুষ, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রী

কিভাবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোভিড নিয়ে আলোচনা হয়।

একইভাবে শুক্রবার দিন বিকেল তিনটেয় এই আলোচনা হবে। নিজেদের মধ্যে আলোচনা কিভাবে আরও ভালো কাজ করা যায় সেটাই এই বৈঠকের বিষয় বলে জানিয়েছেন তিনি।

যদিও রাজনৈতিক মহলের একাংশ একে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কৌশল হিসেবেই দেখছেন। করোনা ভাইরাস নিয়ে লড়াইয়ে দেশের জিডিপির ১০% প্যাকেজ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পাঁচ দিন ধরে পাঁচ দফায় এই প্যাকেজের বিস্তারিত জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন,এই অবস্থায় বিরোধী শক্তি একজোট হয়ে, বিজেপির ঘোষণা আর বাস্তবের মধ্যে যে ফারাক সেটাই তুলে ধরার চেষ্টা হবে। কিভাবে আগামীতে বিজেপিকে কমব্যাট করা হবে তা ঠিক করতেই মূলত এদিন বসছে বিরোধী শক্তি।

সম্পর্কিত পোস্ট