পুরভোটের আগেই আদিবাসীদের উন্নয়নে তৎপর মমতা

২০০টি রাজবংশী এবং ২টি কামতাপুরি স্কুল খোলা হবে। আদিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে গত দশ বছরে এই সংক্রান্ত দপ্তরের বাজেট ছয় গুণ বৃদ্ধি করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার আদিবাসীদের উন্নয়নে আরো ৫০০ টি সাঁওতালি এবং অলচিকি স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নবান্নে আদিবাসী কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, এছাড়াও ২০০টি রাজবংশী এবং ২টি কামতাপুরি স্কুল খোলা হবে। আদিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে গত দশ বছরে এই সংক্রান্ত দপ্তরের বাজেট ছয় গুণ বৃদ্ধি করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

আদিবাসী উন্নয়ন ত্বরান্বিত করতে সোমবার নবগঠিত ‘ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল’ বৈঠকে বসে। এদিন নবান্নে আদিবাসী সমাজের নেতাদের উপস্থিতিতে ওই বৈঠকে তাঁদের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

লোধা ও শবর সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার আলাদা সেল তৈরি করছে। যেখানে তাদের পশুপালন ঔষধি গাছ লাগানো মৌমাছি পালন সহ আত্মনির্ভর করার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে। সোমবার আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন।

পাশাপাশি জঙ্গলমহল এলাকায় বহুদিনের জলের সমস্যা দূর করা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। বৈঠকে মুখ্যমন্ত্রী জানান,২০২৫ সালের মধ্যে জঙ্গলমহলের সব বাড়িতে নল বাহিত জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

দুয়ারে সরকারের শিবিরে প্রবেশে নিষেধাজ্ঞা জনপ্রতিনিধিদের

উল্লেখ্য রাজ্য সরকার আদিবাসী উন্নয়ন দফতরের অধীনে রাজ্যের আদিবাসী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য কাউন্সিল গঠন করে ।গত ৯ জুলাই ওই কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। এরপরে এটিই তার প্রথম বৈঠক।

ওই কাউন্সিলের চেয়ারপার্সন হিসাবে মুখ্যমন্ত্রী নিজে ছিলেন বৈঠকে। রাজ্যের নতুন ১১ জন আদিবাসী বিধায়ককে কাউন্সিলের সদস্য হিসেবে রাখা হয়েছে। এছাড়াও আদিবাসীদের বিভিন্ন সংগঠনের নেতারা আমন্ত্রিত সদস্য হিসেবে ওই পরামর্শদাতা কাউন্সিলে রয়েছেন।

সম্পর্কিত পোস্ট