ঘূর্ণিঝড় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে থাকছেন না মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অতি প্রবল ঘূর্ণিঝড় যশ। আগামী বুধবার সাংঘাতিক এই ঘূর্ণিঝড় পারাদ্বীপ থেকে সাগরের মধ্যে যেকোনো একটি জায়গায় আছড়ে পড়বে।এই নিয়ে যশ প্রভাবিত ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি থাকবেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপালেও। তবে এদিনের বৈঠকে সম্ভবত থাকছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবর্তে বৈঠকে থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

নিম্নচাপ থেকে ঘুর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘যশ’

ইতিমধ্যেই যশ মোকাবিলায় চূড়ান্ত তৎপর রাজ্য প্রশাসন। ঘূর্ণিঝড়ের জেরে ক্ষয়ক্ষতি এড়াতে গতকাল উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদ্যুৎ, টেলিকম বিভাগের আধিকারিকরা।ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য কী কী পদক্ষেপ করা হয়েছে, তা খতিয়ে দেখেন তিনি।

ইতিমধ্যেই সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে ৪৩টি বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা যশের।

সম্পর্কিত পোস্ট