বৃহস্পতিবার ফের দলীয় নেতৃত্বের সঙ্গে বসছেন মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার শহিদ দিবসের ভার্চুয়াল সভাতেই জানিয়েছিলেন দলের নেতৃত্বের সঙ্গে চলতি সপ্তাহেই বসবেন তিনি। সেই মতো বৃহস্পতিবার দুপুরে দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল সভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই সভাতে দলীয় নেতাদের কড়া বার্তা যেমন দেবেন নেত্রী তেমনি বেশ কিছু সাংগাঠনিক রদবদল হতে পারে। মনে করা হচ্ছে, যাঁরা ভাল কাজ করেছেন তাঁদের পুরস্কার স্বরূপ ভাল পদ বা দায়িত্ব দিতে পারেন নেত্রী।
তেমনি যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁদেরও পদ থেকে সরিয়ে দিতে পারেন নেত্রী। অর্থাৎ বলাই যেতে পারে, একুশের নির্বাচনের আগে ওইদিন গুরুত্বপূর্ণ রদবদল হতে পারে।এদিনের বৈঠক থেকেই নির্বাচনের জোরদার লড়াইয়ের জন্য জমি তৈরির কাজ শুরু হতে পারে।
উল্লেখ্য, মঙ্গলবার একুশে নির্বাচনের জন্য সুর বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী। বাংলা শাসন করবে বাংলার লোকেরাই, বহিরাগতরা নয়। মনে করা হচ্ছে এই প্রচারকেই হাতিয়ার করে ব্লকে ব্লকে ঝাপিয়ে পড়বে বাংলার শাসক দল।
একইভাবে গতকালের সভায় বিজেপি, সিপিএম ও কংগ্রেস থেকে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান তাঁদেরও নিজের দলে আসার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী।
২৫ জুলাই থেকে সম্পূর্ণ লকডাউন বারাসাত, ছাড় মিলবে জরুরী পরিষেবায়
পাশাপাশি, নিজের দলের লোকদের আরও বেশি করে সাধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী।
এদিকে বিজেপির দল ভাঙানো প্রসঙ্গে একুশের মঞ্চ থেকে মমতা বলেছিলেন, একাধিক বিধায়ক ও সাংসদকে রাতে অনেকে ফোন করে বলছে, চলে এস বিজেপিতে, টাকা দেব। বিধায়ক করে দেব। দুঃখিত সেটা হবে না।’
তৃণমূল নেত্রী আহ্বান করেন, তৃণমূলে আসুন, কারণ, ওঁদের সঙ্গে গেলে সব যাবে। ওখানে সম্মান নেই, যোগ্যতার দামও নেই। ওঁরা দেশের ক্ষমতায় থেকে দেশটার সর্বনাশ করে দিয়েছ। ভাষার দংশন করেছ। মানুষকে শেষ করে দিয়েছে।
মনে করা হচ্ছে, কালকের ভার্চুয়াল বৈঠকে এই নিয়ে বিস্তারিত বক্তব্য রাখতে পারেন তৃণমূলনেত্রী।
পাশাপাশি, দলীয় নেতাদের দিতে পারে ২০২১-এর বিধানসভা নির্বাচনের পাঠ। মূলত এর উপর ভিত্তি করেই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীত্বের চেয়ার নিশ্চিত করতে চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়।