মন্ত্রিসভার রদবদলে গুরুত্ব বাড়তে পারে অভিষেকের আস্থাভাজনদের, সংগঠনেও পরিবর্তনের বড় ইঙ্গিত
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য মন্ত্রিসভায় এখনও কয়েকটি পদ ফাঁকা আছে। প্রয়োজন বুঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) আরও দুই থেকে তিন জনকে মন্ত্রী করতে পারেন। শীঘ্রই মন্ত্রিসভার সেই রদবদল হবে বলে খবর। সেখানে পুরনো মন্ত্রীদের দফতর পরিবর্তনের পাশাপাশি যুব প্রজন্মের আরও কয়েকজনকে নতুন মন্ত্রী করা হতে পারে।
এমনকি পারফরম্যান্সের ভিত্তিতে ও বিতর্কে জড়িয়ে পড়ায় পরেশ অধিকারীর ( Paresh Adhikari) মতো কয়েকজনের মন্ত্রিত্ব যাওয়ার সম্ভাবনাও আছে। সেক্ষেত্রে নতুন মন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে বয়স একটা বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে। যারা প্রয়োজনে যেকোনও সময়, যেকোনও জায়গায় দৌড়ঝাঁপ করতে পারবে এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির আছে এমন নেতাদের জায়গা হওয়ার সম্ভাবনা প্রবল।
আর নতুন প্রজন্মের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে কাজ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফলে নতুন যাঁরা মন্ত্রী হবেন তাঁরা প্রায় সকলেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আস্থাভাজন হবেন বলেই রাজনৈতিক মহলের অনুমান।
সূত্রের খবর তৃণমূলের দলীয় সংগঠনেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব বাড়ার প্রবল সম্ভাবনা। আগামী বছর রাজ্যের পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। সে দিকে লক্ষ্য রেখে দলীয় সংগঠন সাজানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। চলতি মাসেই সেই কাজ সেরে ফেলা হবে।
দ্বিধাবিভক্ত উত্তর ২৪ পরগণার ঘাসফুল নেতারা, সম্বন্বয় বৈঠক করে প্রায়শ্চিত্ত অর্জুনের
ফলে বেশ কয়েকটি জেলার সভাপতি পদে পরিবর্তনের পাশাপাশি ব্লক সংগঠনেও বদল আনবেন তৃণমূল নেত্রী। এই রদবদলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তিনি এই মুহূর্তে গোটা সংগঠন নিজের হাতের তালুর মতো চেনেন।
তাঁর আস্থাভাজন ও যোগ্য স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের জেলা সভাপতি করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি ব্লক সভাপতি পদে কারা বসতে পারেন সেই নিয়ে অভিষেকের টিম (Team Abhishek) ইতিমধ্যেই সমীক্ষা সেরে ফেলেছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সেই সমীক্ষা রিপোর্টে এ চোখ বুলিয়ে তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবেন বলে খবর। সেই সুপারিশের ভিত্তিতে পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং সকলকে নিয়ে কাজ করতে পারাদেরই সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। এক্ষেত্রে বিতর্কে জড়ানোয় বেশ কয়েকজন হেভিওয়েট জেলা সভাপতি পদ হারাতে পারেন বলে খবর।