রায়গঞ্জের সভা থেকে বিজেপির রথযাত্রাকে কটাক্ষ মমতার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রথে অর্জুনও চড়েছেন। রথে বারণও চড়েছেন। বাংলায় দৈত্যদের রথযাত্রা চলছে। রায়গঞ্জের সভা থেকে বিজেপির রথযাত্রাকে (PoribartanYatra) তুমুল কটাক্ষ মমতার।

রায়গঞ্জের জনসভা থেকে এদিন মমতা (Mamata Banerjee) বিজেপির (BJP) রথযাত্রাকে কটাক্ষ করে বলেন, ”মানুষের রক্ত নিয়ে খেলছে। আর মুখে ধর্মের কথা বলছে। রথে বিরিয়ানি আর ফূর্তি চলছে। এটা জগন্নাথের রথ না। ইসকনেরও রথ না। এই রথ দেখলে লজ্জায় মাথা নিচু হয়ে যায়। রথযাত্রার নামে যাত্রা চলছে।জনগণের টাকায় ভোগের যাত্রা চলছে। জগন্নাথের রথযাত্রাকে কালিমালিপ্ত করছে। রথযাত্রা করুন কিন্তু নিজেকে জগন্নাথ ভাববেন না। রথযাত্রার নামে বিজেপির (BJP) নাটক দেখতে রাজি নই। পাঁচতারা হোটেলের মত রথ তৈরি করেছে।”

দিদির প্রতিটি সভায় প্রকৃত অর্থেই জনসমাগম, মন্তব্য তৃণমূলের

এদিন মমতা আক্রমণ করেছেন দলত্যাগীদেরও। ফুল বদলে যারা পদ্মে গেছেন তাঁদের উদ্দেশ্যে নেত্রী বলেন, যারা ভোগী তারা ঘরে বসে ভোগ করুন, যারা ত্যাগী তারা মানুষের কাজ করুন। গুছিয়ে নেওয়ার পর তৃণমূল থেকে অনেকেই পালিয়ে গিয়েছে। ভালো-মন্দ লোক নিয়ে তৈরি হয় একটা রাজনৈতিক দল । আমি শুধু কাজের লোকেদেরই প্রার্থী হওয়ার টিকিট দেব। যারা অকাজের তাদের আমাদের দলে কোনও স্থান নেই।ভোগী-লোভীদের কথা ভুলে যান।

সম্পর্কিত পোস্ট