Mamata on Aliah : আলিয়া কাণ্ডে মমতার ‘একটু কটু কথা’ মন্তব্য নিয়ে বিতর্কের ঝড়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আলিয়া বিশ্ববিদ্যালয়ের ( Aliah Univrsity )উপাচার্য মহম্মদ আলিকে (Mahammad Ali) হেনস্থা করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চারিদিকে প্রবল সমালোচনা শুরু হলে একপ্রকার বাধ্য হয়ে পুলিশ প্রধান অভিযুক্ত গিয়াসুদ্দিন মণ্ডলকে( Giasuddin mollah )গ্রেফতার করে।
এই নিয়ে সোমবার নবান্নে (Nabanna ) বসে মুখ্যমন্ত্রী ( Mamata on Aliah ) বলেন “একটু কটু, খারাপ কথা বলেছে, পুলিশ তাকে এরেস্ট করেছে”! মুখ্যমন্ত্রীর ( Mamata on Aliah ) ‘একটু কটু কথা’ নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই এই প্রসঙ্গে বছর দশেক পিছিয়ে গিয়ে রায়গঞ্জ কলেজের অধ্যক্ষ নিগ্রহের প্রসঙ্গ টেনে আনছে।
Mamata on Aliah
আলিয়া বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র বিক্ষোভ চলছে। পড়াশোনা থেকে সার্টিফিকেট, বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের গুচ্ছ অভিযোগ আছে। বাধ্য হয়ে তারা আন্দোলনের পথ বেছে নিয়েছে। কিন্তু যে ভিডিও ভাইরাল হয়েছে তা কখনোই ছাত্র আন্দোলনের পথ হতে পারে না বলে স্পষ্ট জানিয়েছেন শিক্ষাবিদরা।
ওই ভিডিওয় দেখা গিয়েছে অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসুদ্দিন মণ্ডল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ঢুকে তুই তোকারি করছে। উপাচার্যকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে দেখে গিয়েছে ধৃত ছাত্র ও তার সাঙ্গপাঙ্গদের। সেই ঘটনাকে মুখ্যমন্ত্রী ‘একটু কটু কথা’ বলায় বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী এই মন্তব্য করে ঘটনার গুরুত্ব কমিয়ে দিতে চাইছেন।
Mamata Banerjee : বগটুই কান্ডে নিহতদের পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র
উল্লেখ্য ২০১১ সালে তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার কিছুদিন পর এমনই অভিযোগ উঠেছিল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। উত্তরবঙ্গের রায়গঞ্জ কলেজের অধ্যক্ষকে গাছে বেঁধে পিটিয়েছিল শাসকদলের ছাত্র সংগঠনের সদস্যরা! সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাচ্চা ছেলেরা একটু দুষ্টুমি করে ফেলেছে! বিরোধীদের দাবি, অতীতের সেই ধারা এবারেও বজায় রাখলেন মমতা।