নজরবন্দী করলে কেষ্টকে কোর্টে যাওয়ার পরামর্শ দিলেন মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লোকসভা নির্বাচনে কমিশনের নজরবন্দী করা হয়েছিল বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে। তবুও নজরবন্দী থেকেই জেলার নির্বাচন পরিচালনা করেছিলেন তৃণমূলের জেলা সভাপতি।

এবারের নির্বাচনের আগেই অনুব্রত মণ্ডলের একাধিক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রচার বন্ধ করায় কখনও নির্বাচন কমিশনকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলেছেন। যার জন্য তাঁকে শোকজ করে নির্বাচন কমিশন। আবার কখনও বলেছেন “কেন্দ্রীয় বাহিনী নিজের কাজ করবে, আমাদেরকে আমাদের কাজ করতে হবে”।

আরও পড়ুনঃ কোভিড পরিস্থিতিতে বাংলায় সভা বাতিল করলেন অমিত শাহ

বীরভূমের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কেষ্ট মণ্ডলকে নিয়ে আলোচনা শুরু হচ্ছে নতুন করে। শনিবার বীরভূমের সাংবাদিক বৈঠকে এবার অনুব্রতর ঢাল হলেন মমতা। এদিন সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, “কেষ্টর ওপর ওদের অনেক রাগ আছে। প্রতিবার নির্বাচনের আগে কেষ্টকে নজরবন্দী করে রাখা হচ্ছে। আমি বলছি, কেষ্ট, এবার যদি এরকম কিছু করে তাহলে কোর্টে যাবে প্রোটেকশান নেবে”।

তবে এই ঘটনা নতুন কিছু নয়। ২০১৬ সালেও নজরবন্দী করে রাখা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। এমনকি তাঁর ফোন কেড়ে নেওয়া হয়েছিল। এবারের নির্বাচন তৃণমূলের জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের ভুমিকা নিয়ে আগে থেকেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পছন্দের কেষ্টকে নজরবন্দী করার আগেই সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট