কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছেন মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব এনেছে কেরল সরকার। এবার সেই পথে হেঁটেই কেন্দ্রের কৃষিন আইনের বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন খুব শীঘ্রই বিধানসভার অধিবেশন ডেকে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে। এই প্রস্তাবে সমর্থনের জন্য বাম-কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন তিনি।
কিছুদিন আগেই কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব এবং আইন আনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অধিবেশন ডাকার জন্য চিঠি পাঠিয়েছিলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। অবশেষে বিরোধী দলের চিঠির জবাব মুখ্যমন্ত্রী দিয়েছে বলে মনে করছেন অনেকেই।
যদিও শুরু থেকেই তিন কৃষি আইনের বিরোধিতায় সরব হয়েছিল তৃণমূল। এমনকি সিঙ্ঘু বর্ডারে উপস্থিত আন্দোলনকারী কৃষকদের সঙ্গে দু’দফায় ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। দুবার কৃষকদের সঙ্গে দেখা করেন আসেন তৃণমূল সাংসদরা। সোমবার কেন্দ্রের বিরুদ্ধে আরও একধাপ এগিয়ে এই সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুনঃ কাটল না জট, ফের বৈঠকে বসতে চলেছে কেন্দ্র এবং কৃষক সংগঠন
কেন্দ্রের তিন কৃষি আইন বাতিল হোক এমনটাই চান মুখ্যমন্ত্রী। তিনি রাও বলেন, আমরা দু-একদিনের জন্য হলেও বিধানসভার বিশেষ অধিবেশন ডাকব। ওই অধিবেশনে তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব সমর্থনের জন্য বাম-কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করব যাতে সবাই মিলে প্রস্তাব পাশ করাতে পারি। যদিও বিজেপি এই আইনে সমর্থন করবে না বলে আশাবাদী মমতা।
অন্যদিকে, সোমবার কৃষকদের সঙ্গে সপ্তম দফার বৈঠকের পরেও সমাধান সূত্র বের করতে পারেনি কেন্দ্র সরকার। আগামী ৮ তারিখ ফের বৈঠকে বসতে চলেছে উভয় পক্ষ। ইতিমধ্যেই কৃষক আন্দোলনে প্রাণ হারিয়েছে প্রায় ৫৯ জন। ঠান্ডা এবং বৃষ্টিকে উপেক্ষা করেই দিল্লি সীমান্তে আন্দোলন জারি রেখেছেন কয়েক লক্ষ কৃষক। বৈঠকের মাধ্যমে সমাধান বের না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি।