কেন্দ্রের মাওবাদী বৈঠকে থাকছেন না মমতা, প্রতিনিধি হিসাবে থাকবেন মুখ্যসচিব

দ্য কোয়ারি ওয়েবেডেস্কঃ মাওবাদী প্রভাবিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দিল্লিতে বিজ্ঞান ভবনে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন তিনি।

পশ্চিমবঙ্গ, বিহার সহ ঝাড়খণ্ড, তেলেঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীরা সেখানে আমন্ত্রিত।তবে । তাই আগাম কর্মসূচী থাকায় দিল্লি যেতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বদলে ওই বৈঠকে রাজ্যের প্রতিনিধিত্ব করবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

অক্টোবরেই মমতার রোম সফর, অনুমতি দিল না কেন্দ্র

সূত্রের খবর, মাওবাদী ইস্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ডাকা বৈঠকে যোগ দিতে মুখ্যসচিব এদিনই দিল্লি যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরহিত্যে প্রস্তাবিত এই বৈঠকে অংশ নিয়ে মুখ্যসচিবের সেদিনই কলকাতায় ফেরার কথা।

বৈঠকে রাজ্যগুলিতে মাওবাদী কার্যকলাপের খুঁটিনাটি তথ্যের সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ নিরাপত্তার ব্যবস্থার রূপরেখাও আলোচনা হতে চলেছে। বিশেষ করে সুকমা-দান্তেওয়ারায় কিছুদিন যাবৎ মাওবাদী কার্যকলাপ বাড়ছে তাই চিন্তা বাড়ছে দিল্লির। তাই সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেই ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট