জন্মদিনে প্রাক্তন বিরোধী দলনেতাকে শুভেচ্ছা মমতার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা তথা কংগ্রেসের প্রবীণ সদস্য আব্দুল মান্নানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য রাজনীতিতে আব্দুল মান্নান সমস্ত রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য মুখ। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দাদা হিসাবেই সম্বোধন করেন। এই অবস্থায় মান্নান সাহেবকে তাঁর ৭০ তম জন্মদিনে পত্র মারফত শুভেচ্ছা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, গতকাল থানার মাধ্যমে মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছাপত্র গিয়ে পৌঁছেছে মান্নান সাহেবের শ্রীরামপুরের বাড়িতে। চিঠিতে মান্নান সাহেবের শারীরিক সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার এই বিষয় নিয়ে কংগ্রেসের প্রবীণ নেতা আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি এই চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন মান্নান সাহেব। জানা গিয়েছে ইমেইল মারফত তিনি তার ধন্যবাদ এর বার্তা পাঠিয়ে দিয়েছেন।

ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী দেবে না কংগ্রেস, সিদ্ধান্ত অধীর চৌধুরীর !

যদিও মান্নান সাহেব জানিয়েছেন, গতকাল তাঁর জন্মদিন ছিল না। তবে তার স্কুল সার্টিফিকেটে এই দিনটিকেই জন্মদিন হিসেবে উল্লেখ করা হয়েছে। আর ঐদিনটিকে মনে রেখে মুখ্যমন্ত্রী যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার জন্য তুমি ধন্যবাদ জানাচ্ছেন।

সঙ্গে তিনি অভিযোগ করেছেন, গত ৫ বছর রাজ্যের বিরোধী দলনেতা থাকলেও, এমন চিঠি অতীতে তিনি পাননি। তাই এই শুভেচ্ছাবার্তা সম্পর্কে তিনি একটি গানের কলি উল্লেখ করেছেন। ‘জীবনে যারে তুমি দাওনি মালা, মরণে কেন তারে দিতে এলে ফুল।’

আর এর মাধ্যমেই তিনি বুঝিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা থাকাকালীন তাঁকে যে ভূমিকায় দেখা গিয়েছিল, এই মুহূর্তে রাজ্যে কংগ্রেস আসন শূন্য হয়ে গেলেও সেই অবস্থান থেকে একচুলও সরছেন না এই প্রবীণ নেতা।

সম্পর্কিত পোস্ট