কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের টিকাকরণের জন্য কুড়ি লক্ষ ভ্যাকসিন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভেবেছিলেন বলার সুযোগ পেলে কথাগুলো ওই বৈঠকেই বলবেন। কিন্তু তা না হওয়ায় অবশেষে প্রধানমন্ত্রীকে করোনা ম্যানেজমেন্টের একাধিক বিষয় নিয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী তার লেখা চিঠিতে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যে কর্মরত সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভ্যাকসিন দেওয়া দরকার। যে গতিতে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে তাতে সরকারি কাজকর্ম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যত দ্রুত সম্ভব এদের টিকাকরণ জরুরি।
যেহেতু তারা সরাসরি মানুষের সঙ্গে মেশেন, সরাসরি তাদের সঙ্গেই এসে কথা বলেন, তাই তারা সমাজের সুপার স্প্রেডার হিসেবে কাজ করে। যে কারণে রাজ্য সরকার চাইছে তাদের অবিলম্বে টিকাকরণের কাজ সম্পন্ন করতে। বাংলা চাইছে এর জন্য দ্রুত কুড়ি লক্ষ ভ্যাকসিন রাজ্যকে দেওয়া হোক।
টিকা নিয়ে রাজ্যবাসীর মনে তৈরী হয়েছে ধোঁয়াশা, প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করতে না পেরে সাংবাদিক বৈঠকে ক্ষোভ মুখ্যমন্ত্রীর
বুধবারই করোনা ম্যানেজমেন্ট নিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে ঠিক হয়েছিল সরকারি কর্মচারীদের যে যে বিভাগের কর্মীদের সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে হয় তাদের আগে টিকাকরণের কাজ করা হবে। সেইমতো পরিবহন,সেচ সহ বেশ কয়েকটি দপ্তরের কর্মীদের সুপার স্প্রেডার হিসাবে চিহ্নিত করা হয়।
কিন্তু রাজ্যে থাকা রেল, ব্যাংক,ডাকঘর, এয়ারপোর্টে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের টিকা দেওয়ার জন্য কোনো উদ্যোগ নেয়নি কেন্দ্রীয় সরকার। এদিন তাদের কথা বিবেচনা করেই প্রধানমন্ত্রীর কাছে কুড়ি লক্ষ ভ্যাকসিন দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।