অক্টোবরেই মমতার রোম সফর, অনুমতি দিল না কেন্দ্র
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরে অনুমতি মিলল না কেন্দ্রের তরফে। শুক্রবার গভীর রাতে বিদেশ মন্ত্রকের এক যুগ্মসচিব চিঠি দিয়ে জানিয়েছেন একথা। চিঠিতে লেখা হয়েছে যে কর্মসূচিতে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, বিদেশ মন্ত্রক মনে করে, ‘এই অনুষ্ঠান একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের জন্য সামঞ্জস্যপূর্ণ নয়।’
চলতি বছরের ৬ এবং ৭ অক্টোবর রোমে ওই কর্মসূচি হওয়ার কথা ছিল। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ঠিক ছিল ভবানীপুরের উপনির্বাচনের পর রোমের উদ্দেশ্যে পাড়ি দেবেন মমতা। তার আগেই হঠাৎই এই চিঠি পাঠানো হয়েছে।
এই খবর প্রকাশ্য আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পর্যবেক্ষকদের একাংশ এতে রাজনৈতিক অভিসন্ধির ছায়া দেখছেন। সদ্য মার্কিন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ফিরে আসার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতালি সফর রাজনৈতিক দিক থেকে ছিল তাৎপর্যপূর্ণ ও চমকপ্রদ।
এই সফরে মমতার সঙ্গেই থাকার কথা ছিল পৃথিবীর অর্থডক্স খ্রিস্টান চার্চের প্রধান ও কায়রোর গ্রেট ইমামেরও। আমন্ত্রন জানানো হয়েছে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল, পোপ এবং ইটালির শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে।
উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুলুক সন্ধান, অক্টোবরেই পোর্টাল চালু শিক্ষাদপ্তরের
যে বেসরকারী সংস্থার তরফে আমন্ত্রন জানানো হয়েছে, তাদের সারা পৃথিবীর ৭০টি দেশে তাদের সদস্য রয়েছেন। সদস্যসংখ্যা ৫০ হাজারের বেশি।
পর্যবেক্ষকদের ধারণা, বিশ্বব্যাপী বিভিন্ন রাজনৈতিক নেতাদের আমন্ত্রন জানানো হয়েছে যেখানে , সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হন তাতে মুখ পুড়বে মোদী-শাহের। হয়ত সেই কারণেই বিদেশ মন্ত্রকের তরফে শেষ মুহুর্তে সফরের অনুমতি দেওয়া হল না।
যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ওই কর্মসূচিতে যাওয়াটা ভারতের একজন মুখ্যমন্ত্রীর মর্যাদার পক্ষে মানানসই নয়।