মমতার পুজোর চেক বাউন্স! চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এখনও রাজ্যের বেশিরভাগ বারোয়ারী দুর্গা মণ্ডপে প্রতিমা আছে। তারইমধ্যে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গাপুজো কমিটিগুলোকে রাজ্যের দেওয়া ৬০ হাজার টাকা অনুদানের চেক নাকি বাউন্স করছে। ব্যাঙ্ক বলছে, রাজ্যের ট্রেজারিতে অর্থ নেই! বৃহস্পতিবার মহিষাদলে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেন শুভেন্দু।
নিজের জেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে হড়পা বানে জলপাইগুড়ি জেলার মাল নদীতে ডুবে আটজনের মৃত্যুর ঘটনা নিয়ে মুখ খোলেন শুভেন্দু। নিশানা করেন রাজ্য প্রশাসনকে। এরপরই রাজ্যের আর্থিক সঙ্কট নিয়ে বলতে শুরু করেন।
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অনিয়মিত হয়ে পড়েছে, কেন্দ্রের টাকা থেকে বেআইনিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের বকেয়া মেটানো হচ্ছে এই চিরিচরিত অভিযোগগুলো করেন। এরপরই রাজ্যের দুর্গাপুজো অনুদানের চেক নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন।
বিজয়ার মিষ্টিমুখ বর্ষীয়ান বিমানের, চাকরি দুর্নীতির আন্দোলনকারীদের নিয়ে পরপর কৌশল সিপিএমের
শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো পুজো কমিটিগুলো ৬০ হাজার টাকা অনুদানের সরকারি চেক পেলেও তা কাজে লাগছে না। কারণ, সেই চেক ব্যাঙ্কে জমা করলে বাউন্স করছে। ব্যাঙ্কের পক্ষ থেকে নাকি রাজ্যের ট্রেজারিতে অর্থ নেই বলে জানানো হয়েছে। এই বিষয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করে বিস্তারিত সব জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
তবে কতগুলো পুজো কমিটির চেক বাউন্স করেছে, বা তারা কারা এই নিয়ে কোনও তথ্য বৃহস্পতিবার দেননি শুভেন্দু। ফলে তাঁর অভিযোগ ঘিরে কিছু প্রশ্ন থেকে গিয়েছে।