কৃষক আন্দোলনস্থল থেকে অদুরে ঝুলছে হাত পা কাটা দেহ, নতুন করে তৈরি হচ্ছে ক্ষোভ

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: শুক্রবার সকালে কুণ্ডলীর সোনিপথে ঝুলন্ত হাত পা কাটা দেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহের একটি হাত কবজি থেকে কাটা গোড়ালি থেকে কেটে নেওয়া হয়েছে পায়ের একটি পাতা। কৃষক আন্দোলনস্থল থেকে ঢিল ছোঁড়া দুরত্বে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ফের নতুন করে ক্ষোভ ছড়াতে শুরু করেছে৷

ডিএসপি হংসরাজ সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, সকাল ৫ টা নাগাদ কৃষক আন্দোলনস্থল থেকে কিছুদুরেই মৃতদেহ মিলেছে। দেহটি ৩৫ বছর বয়সী এক ব্যক্তির। এখনও অবধি কোনও তথ্য এসে উপস্থিত হয়নি। তবে একজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷

ইতিমধ্যে একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন ব্যক্তি একজনকে ঘিরে ধরে নির্মম হত্যার চেষ্টা করছে। নৃশংস সেই হত্যাকাণ্ড কেউ বাধা দিতে যায়নি।
শোনপথ পুলিশের তৎপরতায় মৃতদেহটিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতায় লাগাতার আন্দোলন জারি রেখেছেন কৃষকরা। দিল্লি সহ একাধিক জায়গায় বিজেপির কার্যকর্তাদের অনুষ্ঠানের আগে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে সংযুক্ত কিষাণ মোর্চা৷

 

সম্পর্কিত পোস্ট