কৃষকদের সমর্থনে ট্যুইট করার কারণে সরিয়ে দেওয়া হল বরুণ ও মেনকা গান্ধীকে
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: কৃষকদের সমর্থনে একের পর এক মন্তব্য৷ এমনকি লাখিমপুর খেরির ঘটনা নিয়ে ট্যুইট। এরপরেই বিজেপির সর্বভারতীয় পদ থেকে সরিয়ে দেওয়া হল বরুণ গান্ধী এবং মেনকা গান্ধীকে। যদিও বিজেপির তরফে দাবী করা হচ্ছে এটা রুটিন বদল।
বরুণ নিজের ট্যুইটে উত্তরপ্রদেশের লাখিমপুর খেরির ঘটনা উল্লেখ করে লেখেন, এটি খুন এবং এই ঘটনা হৃদয় বিদারক৷ ফের এক ট্যুইটে বরুণ লেখেন, এটা একেবারেই পরিস্কার যে চার কৃষকের মৃত্যুর জন্য কারা দায়ি? এভাবে খুন করে আন্দোলন প্রতিহত করা সম্ভব নয়।
শুধুমাত্র তাই-ই নয়, এবিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লেখেন তিনি। মৃত কৃষকদের পরিবারের জন্য ১ কোটি টাকা করে বরাদ্দ করার দাবী করেন তিনি৷
রবিবার উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে ৮ জনের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় রাজনৈতিক মহল৷ মৃতদের মধ্যে ৪ জন কৃষক ছিলেন। মৃত কৃষকের পরিবারের প্রতি সহানুভুতি জানিয়ে দেখা করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলি৷ ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।