ত্রিপুরায় বামেদের উপর হামলার ঘটনায় মানিক সরকারকে নিশানা বিপ্লব দেবের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজনৈতিকভাবে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ত্রিপুরার মাটি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বামেদের বিভিন্ন দলীয় কার্যালয়ে হামলা করা হয়েছে। বর্বরোচিত এই হামলায় অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান সিপিআইএম কর্মীরা।
এই হামলার ঘটনায় এবার মুখ খুললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সরাসরি আক্রমণ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে। একইসঙ্গে বার্তা দিলেন এই ধরনের রাজনৈতিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না।
প্রসঙ্গত সোমবার মানিক সরকাক ধনপুরে পৌঁছনোর আগেই তাঁর কনভয়ে হামলা চালানো হয়। গাড়ি থেকে নেমে এসে উন্মত্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলতে এগিয়ে যান মানিক সরকার। পরিস্থিতি অনুকূল নয় বুঝাে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অন্যত্র সরিয়ে নিয়ে যান বাম কর্মী সমর্থকরা।
‘বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী’; ভবানীপুরে মমতাকে রুখতে একগুচ্ছ পরিকল্পনায় অর্জুন-সৌমিত্র
এরপরেই বিভিন্ন এলাকায় বুধবার থেকে বিজেপি কর্মীরা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। উদয়পুর, বিশালগড় এবং আগরতলার একাধিক দলীয় কার্যালয়ে তাণ্ডবলীলা চালিয়েছে বিজেপি। সিসিটিভি ফুটেজে উঠে এসেছে সেই ছবিও।
ত্রিপুরায় বামেদের ওপর বিজেপির এই হামলার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। নৈতিক সমর্থন জানিয়েছে তারা বামেদের। যদিও বিপ্লব দেবের দাবি এই হামলার ঘটনায় দায়ী মানিক সরকার।
এদিন বিপ্লব দেব জানান, মানিক সরকার তাঁর নিজের বিধানসভা কেন্দ্রে ড্রাগ মাফিয়াদের সাহায্য করতে গিয়েছিলেন। শুধু তাই নয় সোনামুড়া এলাকাতে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর জন্য তিনি ইন্ধন জুগিয়েছিলেন। তার আরও দাবি, অনেক বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছে। এরপরেই বিপ্লব দেব হুঁশিয়ারি দিয়ে বলেন এই নতুন ত্রিপুরায় এই ধরনের কার্যকলাপ মানুষ বরদাস্ত করবে না।
একইসঙ্গে তিনি টুইট করে জানিয়েছেন ত্রিপুরায় ক্রমশ বামেদের জনপ্রিয়তা হারাচ্ছে । তাই নিজেদের অস্তিত্ব প্রমাণ করতেই হিংসার পথ বেছে নিচ্ছেন তারা।
বিপ্লব দেবের দাবি সবক্ষেত্রে শান্তি ফিরে এসেছে। উন্নতি হয়েছে আইন-শৃঙ্খলার। সিপিএম হিংসাত্মক কাজ করে এখানে আইন-শৃঙ্খলা হীন পরিবেশ তৈরি করতে চাইছে। এসব কোনমতেই বরদাস্ত করবে না বিপ্লব দেব সরকার এদিন স্পষ্টতই জানিয়ে দিলেন তা।