রাজ্য পুলিশের স্থায়ী ডিজি মনোজ মালব্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অনেক টালবাহানার পর অবশেষে রাজ্য পুলিশের স্থায়ী ডিজি পেল পশ্চিমবঙ্গ। কেন্দ্রের অনুমোদন না মেলায় প্রায় চার মাস অস্থায়ী ডিজি হিসাবে কাজ চালাচ্ছিলেন মনোজ মালব্য। এতদিন পর অবশেষে রাজ্য পুলিশের মহা নির্দেশক হিসাবে তাঁর নামে সীলমোহর দিয়েছে কেন্দ্র।

নবান্ন সূত্রে জানা গিয়েছে ইউপিএসসি যে তিনজনের পাঠিয়েছে তাতে প্রথমে মনোজ মালাব্যর নাম রয়েছে। চলতি বছরের ৩১ অগস্ট রাজ্যের তৎকালীন ডিজি সি বীরেন্দ্রের কার্যকালের মেয়াদ শেষ হয়। ১৯৮৬ ব্যাচের এই আইপিএস কে ৩১আগস্ট অস্থায়ী ডিজি হিসেবে নিয়োগ করে রাজ্য সরকার। নিয়ম অনুযায়ী তার আগেই ইউপিএসসি থেকে ডিজির নাম পাঠানো হয়।

কিন্তু রাজ্য সরকার নিয়ম মেনে কাজ করলেও ৩১আগস্ট দুপুর পর্যন্ত কোন নাম আসেনি । তাই রাজ্য সরকার মনোজ মালাব্য কে অস্থায়ী ডি জি পদে নিয়োগ করে। এতদিন বাদে ইউপিএসসি তাঁকে ই ডিজি পদে জন্য বেছে নিয়েছে।

বুদ্ধবাবুর ফোনেই মত বদলালেন অশোক, শিলিগুড়িতে লাল পতাকায় স্বপ্ন বুনছে বামেরা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে যে তালিকা পাঠানো হয়, তাতে অনেকের নাম থাকলেও তা চূড়ান্ত করা হয়নি। ৩০ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন অফিসারদের নামের তালিকা পাঠানো হয়। ইউপিএসসি-র বৈঠক না করার পিছনে তৈরি হয় রাজনৈতিক জল্পনা। অনেকে বলেন, রাজ্য সরকারকে চাপে রাখতে এই কাজ করা হচ্ছে। সেই কারণেই এই ঢিলেমি।

রাজ্য সরকার ডিজি-র যে তালিকা তৈরি করে, তা নিয়ে খোঁজ খবর শুরু করে অমিত শাহ-র দফতর। তারই চূড়ান্ত হয় মনোজ মালব্যের নাম। আগে, নির্দিষ্ট সময়ের মধ্যে ডিজি নিয়োগ না করা হলে ভারপ্রাপ্ত ডিজি নিয়োগ করা হত। কিন্তু সুপ্রিম কোর্ট বহুবার ভারপ্রাপ্ত ডিজি নিয়োগের বিরুদ্ধে রায় দিয়েছে। কিন্তু তার পরেও কোভিড পরিস্থিতির জেরে অসমে ভারপ্রাপ্ত ডিজি নিয়োগ করতে হয়েছে। সেই পরিস্থিতিতে, বাংলার ক্ষেত্রেও একই সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে আগেই অনুমান করা হয়েছিল।

সম্পর্কিত পোস্ট