TMC :গোষ্ঠী দ্বন্দ্বের কাঁটা ! রাজ্যের অধিকাংশ পুরসভায় এখনো ঘোষিত হল না CIC
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বগটুই ( Bagtui ) থেকে ঝালদা ( Jhalda )। মগরাহাট (Magrahat) থেকে হাঁসখালি (Hanskhali)। সর্বত্র শাসকদলের বল্গাহীন সন্ত্রাসের প্রতিচ্ছবি স্পষ্ট। এতে একদিকে যেমন জনগণের রোষানলে পড়েছেন শাসকের ( TMC ) নেতারা, তেমনই দলের অন্দরেই মাথাচাড়া দিয়ে উঠছে গোষ্ঠীদ্বন্দ্ব।
নিচু স্তরের নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রবল। একথা যতই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) অস্বীকার করুন না কেন, বাস্তবের প্রত্যেকটি ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। শাসকদলের নিচু শ্রেণীর নেতাদের ক্ষমতা দখলের প্রবণতা এবং ক্ষমতার বলে বলিয়ান হয়ে অর্থনৈতিক দিক থেকে দোর্দণ্ডপ্রতাপ হয়ে ওঠাই যেন তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। যার প্রভাব পড়ছে পৌরসভা এবং পঞ্চায়েতের কাজকর্মেও।
মার্চ মাসের ১৫ তারিখের মধ্যেই দু একটি জায়গা ছাড়া প্রায় প্রত্যেকটি পৌরসভার চেয়ারম্যান ( Chairman ) এবং ভাইস চেয়ারম্যানের ( Vice chairman) শপথগ্রহণ পর্ব শেষ হয়েছে। তার পরেও প্রায় এক মাস হতে চলল এখনো পর্যন্ত CIC গঠন করতে পারলেননা শাসক দলের নেতারা।
Pradhan Mantri awas Yojana 2022 : পরিসংখ্যান পেশ করে কেন্দ্রকে বঞ্চনার জবাব পঞ্চায়েত মন্ত্রীর
TMC :গোষ্ঠী দ্বন্দ্বের কাঁটা
সূত্র মারফত জানা যাচ্ছে তৃণমূলের ( TMC ) নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব এর মূল কারণ। কারণ একাধিক পৌরসভার ক্ষেত্রে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচন নিয়ে চূড়ান্ত নাটকীয়তার সাক্ষী থেকেছে বঙ্গবাসী। উত্তর ২৪ পরগনা জেলার ক্ষেত্রে একমাত্র মধ্যমগ্রাম পৌরসভা ( Madhyamgram Municipality ) ছাড়া, বাকি কোনো পৌরসভাতে এখনো পর্যন্ত CIC ঘোষণা হয়নি।
সূত্র মারফত জানা গিয়েছে বেশিরভাগ পৌরসভার ( Municipality ) ক্ষেত্রেই CIC কারা হবেন তা চূড়ান্ত করে ফেলেছে শাসকদল। ক্রমাগত দলের অন্দরে বিবাদেই সেই নাম ঘোষণা করতে পিছিয়ে যাচ্ছেন তারা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই পৌরসভাগুলোর ক্ষেত্রে একই চিত্র।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এবারের পুরভোটে, শাসকদলের ( TMC ) নেতাদের কাজকর্মের বেনজির ঘটনার সাক্ষী থেকেছে এই বাংলার মানুষ। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই ধরনের ঘটনায় ক্রমাগত শাসকদলের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছেন আমজনতা। এরপর ক্ষমতায় টিকে থাকাই না চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।