রাজ্যের একাধিক সচিব পদে রদবদল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে সচিব পর্যায়ে গতকাল বেশ কিছু রদবদল করা হয়েছে। মোট ১২ জন আই.এ.এস. আধিকারিকের দ্বায়িত্ব বদল হয়েছে।
রাজ্যের নতুন আদিবাসী উন্নয়ন সচিব হচ্ছেন রাজেশ কুমার সিনহা। এর আগে মৎস্য দফতরের সচিব ছিলেন তিনি।
অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের সচিব হচ্ছেন এ. সুব্বাইয়া। একইসঙ্গে রাজ্য অত্যাবশকীয় পণ্য নিগমের ম্যানেজিং ডিরেক্টরের দ্বায়িত্ব পালন করবেন তিনি।
রাজ্যের নতুন কারা সচিব হচ্ছেন নিলম মিনা। এর আগে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের সচিব ছিলেন তিনি।